menu-iconlogo
huatong
huatong
popeye-bangladesh-mukto-poton-cover-image

Mukto Poton

Popeye bangladeshhuatong
pphl_starhuatong
Lirik
Rakaman
বাতাস আকাশে গেল নিয়ে

নিয়ে ছেড়ে দিলো নিচে

ও, বাতাস আকাশে নিয়ে দিলো নিচে ছেড়ে

আমি মেঘেদের ছুঁয়ে

কে জানে ছিটকে পড়বো কোথায়, কোন যে সাগরে?

চোখে শুধু সূর্য ভাসে নীল আকাশের পিছে

তবুও লাগে না ভয়, সাথে থাকতেও জোড়া ডানা

আমি মেলবো না একটাকেও, পড়ে যাবো এই ঝড়ো বেগে

কেউ ধরো না, ধরো না এই আমায়

কেউ নিও না এ সুখ কেড়ে

কেউ ধরো না, ধরো না এই আমায়

আমি জানতে তো চাই না আমি কে

এত তো কখনো লাগেনি ভালো হারাতে নিজেকে

যাক থমকে সময় শূন্যতাতে, নিস্তব্ধ নিরালয়

আমি চাই না তো খুঁজে পেতে আমাকে

দেখো এই আমায় মুক্ত আকাশে

তবুও লাগে না ভয়, সাথে থাকতেও জোড়া ডানা

আমি মেলবো না তো একটা ডানাও, যা হওয়ার তা হবে

আমি মেলবো না তো একটা ডানাও, যা হওয়ার দেখা যাবে

কেউ ধরো না, ধরো না, ধরো না, ধরো না

ধরো, ধরো না এই আমায়

কেউ ধরো না, ধরো না, ধরো না, ধরো না

ধরো, ধরো না এই আমায় (আমায় ধরো না)

আমায়

Lebih Daripada Popeye bangladesh

Lihat semualogo

Anda Mungkin Suka