menu-iconlogo
logo

Tomake khuje pai

logo
Lirik
তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে

পাই যে খুঁজে ঐ মিষ্টি বাতাসে।

তোমাকে খুজে পাই ঐ নীল আকাশে

পাই যে খুজেঁ ঐ মিষ্টি বাতাসে।

ও...তোমায় ভালোবাসি আমি ভালোবাসি

পেতে চাই আরো কাছে আরো কাছে

খুঁজে খুঁজে দু'চোখ বুঝে

পাই তোমায় আরো কাছে

একই ডোরে বাধা দু'জন

থাকবো সারা জনম ধরে

খুজেঁ খুজেঁ দু চোখ বুঝে

পাই তোমায় আরো কাছে

একই ডোরে বাধা দুজন

থাকবো সারা জনম ধরে

কপালের ঐ টিপ চোখেরই কাজলে,

তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরি আঁচলে

ও....রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে

তোমার উপমা খুঁজি দু'চোখের তারাতে..

খুঁজে খুঁজে দু'চোখ বুঝে

পাই তোমায় আরো কাছে

একই ডোরে বাধা দু'জন

থাকবো সারা জনম ধরে

খুজেঁ খুজেঁ দুচোখ বুঝে

পাই তোমায় আরো কাছে

একই ডোরে বাধা দুজন

থাকবো সারা জনম ধরে

তুমি ফুল হয়ে সুরোভী ছড়ালে

প্রেমেরই চাদরে হৃদয় জড়ালে

ও...দাওনা তুমি দু'হাত বাড়িয়ে

ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে

খুঁজে খুঁজে দু'চোখ বুঝে

পাই তোমায় আরো কাছে

একই ডোরে বাধা দু'জন

থাকবো সারা জনম ধরে

খুজেঁ খুজেঁ দুচোখ বুঝে

পাই তোমায় আরো কাছে

একই ডোরে বাধা দুজন

থাকবো সারা জনম ধরে

ধন্যবাদ

Tomake khuje pai oleh Porshi - Lirik dan Liputan