menu-iconlogo
huatong
huatong
avatar

অভাগা

Pothik Uzzal/DBDShuatong
⫸Nirov⫷🌺𝒟🅑🅓S̸🦂huatong
Lirik
Rakaman
Dark<=> BD<=>Songs>>>

আমি যেমন তেমন রুগী নই রে প্রেম বিচ্ছেদের রোগা,

~follow~DBDS~logo>

ভাবি নাইরে তোমার প্রেমে ভুগবো এমন ভোগা

Room\id\ 2784800>>>

আমি যেমন তেমন রুগী নই রে প্রেম বিচ্ছেদের রোগা,

হায় রে ভাবি নাইরে তোমার প্রেমে ভুগবো এমন ভোগা।

দোষী না দোষী না তোরে আমি যে অভাগা,

দোষী না দোষী না আমার কপাল যে অভাগা।

Dark<=> BD<=>Songs

~follow~DBDS~logo

<<<<<যোগাযোগ >>>>>

Room\id\ 2784800>>>

সাজন গুছন পারতি তুই মনের মতন করে,

নিজের হাতে দইরা আমি সব শিখাইছি তোরে,

~follow~DBDS~logo

হায় রে সাজন গুছন পারতি তুই মনের মতন করে,

নিজের হাতে দইরা আমি সব শিখাইছি তোরে,

ভুইলা গেলি কেমন করে,,,

আমায় ভুইলা গেলি কেমন করে প্রেনে দিয়া দাগা,

দোষী না দোষী না তোরে আমি যে অভাগা,

দোষী না দোষী না আমার কপাল যে অভাগা।

Dark<=> BD<=>Songs

~follow~DBDS~logo

<<<<<যোগাযোগ >>>>>

Room\id\ 2784800>>>

ভুল করেও তোরে কভু দেই নাই অভিশাপ,

দোয়া করি আল্লাহ যেন কইরা দেয়রে মাফ,

Room\id\ 2784800>>>

হায় রে ভুল করেও তোরে কভু দেই নাই অভিশাপ,

দোয়া করি আল্লাহ যেন কইরা দেয়রে মাফ,

সামরানে কয় ভালোতে,

সামরানে কয় ভালোতে আমার ভালোলাগা,

দোষী না দোষী না তোরে আমি যে অভাগা,

দোষী না দোষী না আমার কপাল যে অভাগা।

দোষী না দোষী না তোরে আমি যে অভাগা,

দোষী না দোষী না আমার কপাল যে অভাগা।

<<<<<<<<ধন্যবাদ>>>>>>>>

Lebih Daripada Pothik Uzzal/DBDS

Lihat semualogo

Anda Mungkin Suka