menu-iconlogo
logo

আমার নিশীথরাতের বাদল ধারা

logo
avatar
Pousali Banerjeelogo
💦🧡𝔸-ℝ𝔸ℍ𝕀𝕄🧡💦💞🇨​🇧​🇲​logo
Nyanyi dalam App
Lirik

A/RAHIM##

CHANDRA BINDU MUSIC FAMILY#

আমার নিশীথরাতের বাদল ধারা

আমার নিশীথরাতের বাদল ধারা

এসো হে গোপনে,

আমার স্বপনলোকে দিশাহারা

নিশীথরাতের বাদলধারা,

আমার নিশীথরাতের বাদল ধারা।

A/RAHIM##

CHANDRA BINDU MUSIC FAMILY#

ওগো অন্ধকারের অন্তরধন

দাও ঢেকে মোর পরান মন,

অন্ধকারের অন্তরধন

দাও ঢেকে মোর পরান মন,

চাই নে, আমি চাই নে

আমি চাই নে তপন, চাই নে তারা

নিশীথরাতের বাদল ধারা,

আমার নিশীথ রাতের বাদল ধারা।

A/RAHIM##

CHANDRA BINDU MUSIC FAMILY#

যখন সবাই মগন ঘুমের ঘোরে

নিয়ো গো, নিয়ো গো,

আমার ঘুম নিয়ো গো হরণ করে

সবাই মগন ঘুমের ঘোরে,

একলা ঘরে চুপে চুপে

এসো কেবল সুরের রূপে,

একলা ঘরে চুপে চুপে

এসো কেবল সুরের রূপে,

দিয়ো গো, দিয়ো গো

আমার চোখের জলের দিয়ো সাড়া,

নিশীথরাতের বাদলধারা।

আমার নিশীথরাতের বাদল ধারা

আমার নিশীথরাতের বাদল ধারা

CHANDRA BINDU MUSIC FAMILY#

আমার নিশীথরাতের বাদল ধারা oleh Pousali Banerjee - Lirik dan Liputan