menu-iconlogo
huatong
huatong
avatar

Mor Bhabonare

Pousali Banerjeehuatong
nnevildahuatong
Lirik
Rakaman
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো

দোলে মন দোলে অকারণ হরষে

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো

দোলে মন দোলে অকারণ হরষে

হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে

রসের ধারা বরষে

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো

দোলে মন দোলে অকারণ হরষে

তাহারে দেখি না যে দেখি না

শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়

তাহারে দেখি না যে দেখি না

শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়

বাজে অলখিত তারি চরণে

বাজে অলখিত তারি চরণে

রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো

দোলে মন দোলে অকারণ হরষে

গোপন স্বপনে ছাইল

অপরশ আঁচলের নব নীলিমা

গোপন স্বপনে ছাইল

অপরশ আঁচলের নব নীলিমা

উড়ে যায় বাদলের এই বাতাসে

তার ছায়াময় এলোকেশ আকাশে

উড়ে যায় বাদলের এই বাতাসে

তার ছায়াময় এলোকেশ আকাশে

সে যে মন মোর দিল আকুলি

সে যে মন মোর দিল আকুলি

জল-ভেজা কেতকীর দূর সুবাসে

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো

দোলে মন দোলে অকারণ হরষে

হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে

রসের ধারা বরষে

হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে

রসের ধারা বরষে

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো

দোলে মন দোলে অকারণ হরষে

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো

দোলে মন দোলে অকারণ হরষে

Lebih Daripada Pousali Banerjee

Lihat semualogo

Anda Mungkin Suka