menu-iconlogo
logo

Ami Amar Moto

logo
Lirik
তুমি তোমার মতো

আমি আমার মতো

সরে গেছি দু′জনে আজ বহুদুরে

তুমি তোমার মতো

আমি আমার মতো

রাখোনি মনে যে আমায় কোন ভুলেও

আমি তো ডাকবো না

তোমারই নাম

কোনো সুরে

আমার এ গানে

দূরে থেকেই সুখে থাকো

শুধু প্রতিরাত

তুমি জোছনা হয়ে

শুধু আলো ছড়াবে

আমি সে আলো ছুঁয়ে

ঘুমিয়ে যাবো রাতে

একা হবো না তো আর

ভেঙ্গে যাবো না তো আর

আমি সে আলো ছুঁয়ে

ঘুমিয়ে যাবো রাতে

কথা হবে না আর

দেখা হবে না আর

হবে না আর ভালোবেসে

মান-অভিমান

কাঁদবো না তো আর

হাসবো না আর

নীরবে হারিয়ে গেছে সে পিছুটান

আমিতো বলবো না

আমার ব্যথা

কোনো সুরে তোমারই গানে

দূরে থেকেই সুখে থাকো

শুধু প্রতিরাত

তুমি জোছনা হয়ে

শুধু আলো ছড়াবে

আমি সে আলো ছুঁয়ে

ঘুমিয়ে যাবো রাতে

একা হবো না তো আর

ভেঙ্গে যাবো না তো আর

আমি সে আলো ছুঁয়ে

ঘুমিয়ে যাবো রাতে

তুমি জোছনা হয়ে

শুধু আলো ছড়াবে

আমি সে আলো ছুঁয়ে

ঘুমিয়ে যাবো রাতে

Ami Amar Moto oleh Pritom Hasan - Lirik dan Liputan