menu-iconlogo
huatong
huatong
avatar

Mayabono biharini

Rabindra Sangeethuatong
ninawick31huatong
Lirik
Rakaman
মায়াবন বিহারিণী হরিণী

গহন স্বপন সঞ্চারিণী

কেন তারে ধরিবারে করি পণ, অকারণ

মায়াবন বিহারিণী..

থাক থাক নিজমনে দূরেতে

আমি শুধু বাঁশরীর সুরেতে

থাক থাক নিজমনে দূরেতে

আমি শুধু বাঁশরীর সুরেতে

পরশ করিব ওর প্রাণমণ, অকারণ

মায়াবন বিহারিণী

চমকিবে ফাগুনের পবনে

পশিবে আকাশবাণী শ্রবণে

চমকিবে ফাগুনের পবনে

পশিবে আকাশবাণী শ্রবণে

চিত্ত আকুল হবে অনুক্ষণ, অকারণ

দূর হতে আমি তারে সাধিব

গোপনে বিরহডোরে বাঁধিবো

দূর হতে আমি তারে সাধিবো

গোপনে বিরহডোরে বাঁধিবো

বাঁধন বিহীন সেই যে বাঁধন, অকারণ

মায়াবন বিহারিণী…

মায়াবন বিহারিণী হরিণী

গহন স্বপন সঞ্চারিণী

কেন তারে ধরিবারে করি পণ, অকারণ

মায়াবন বিহারিণী

Lebih Daripada Rabindra Sangeet

Lihat semualogo

Anda Mungkin Suka