menu-iconlogo
huatong
huatong
avatar

Ami dekhini bayannor -Asif

Rafayelhuatong
🧚‍♂️💞🧚‍♀️ℝ𝕒𝕗𝕒𝕪𝕖𝕝🎸🌈huatong
Lirik
Rakaman
শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস

আমি দেখিনি একাত্তরের যুদ্ধ

দেখিনি মুক্তির জয় উল্লাস

আমি শুনেছি রবি নজরুলের গান

শুনে যাগ্রত হয় বিদ্রহী প্রান....

যাগো দেশ ও বাসী

ভুলে রেশা রেশি

বাংলার মুখে ফোটাই হাসি..

এসো বাংলাকে.. ভালোবাসি..

আমি দেখিনি বায়ান্নর ভাষা যুদ্ধ

শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস

আমি দেখিনি একাত্তরের যুদ্ধ

দেখিনি মুক্তির জয় উল্লাস

আমি শুনেছি রবি নজরুলের গান

শুনে যাগ্রত হয় বিদ্রহী প্রান....

জাগো দেশ ও বাসী

ভুলে রেশা রেশি

বাংলার মুখে ফোটাই হাসি..

এসো বাংলাকে.. ভালোবাসি..

চেতনায় উকি দেয় শদীদের স্বপ্ন

সুখ শান্তি ধারায়..

যেতে হবে বহুদূর

চলো যাই এগিয়ে

নবো সম্ভাবনায়

চেতনায় উকি দেয় শদীদের স্বপ্ন

সুখ শান্তি ধারায়..

যেতে হবে বহুদূর

চলো যাই এগিয়ে

নবো সম্ভাবনায়

তুমি দুঃখ করোনা ও বাংলা মা

শত্রু তোমার বুকে ঠাই পাবে না..

জাগো দেশ ও বাসী

ভুলে রেশা রেশি

বাংলার মুখে ফোটাই হাসি....

এসো বাংলাকে.. ভালোবাসি..

অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা

এ আমার অধিকার..

শান্তির জয় হোক

দূর্নীতি দূর হোক

এখনি সময় তার

অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা

এ আমার অধিকার..

শান্তির জয় হোক

দূর্নীতি দূর হোক

এখনি সময় তার

তুমি ভাবনা করোনা ও বাংলা মা

বীর বাঙ্গালী পরাজিত হবে না

জাগো দেশ ও বাসী

ভুলে রেশা রেশি

বাংলার মুখে ফোটাই হাসি....

এসো বাংলাকে.. ভালোবাসি..

আমি দেখিনি বায়ান্নর ভাষা যুদ্ধ

শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস

আমি দেখিনি একাত্তরের যুদ্ধ

দেখিনি মুক্তির জয় উল্লাস

আমি শুনেছি রবি নজরুলের গান

শুনে যাগ্রত হয় বিদ্রহী প্রান....

জাগো দেশ ও বাসী

ভুলে রেশা রেশি

বাংলার মুখে ফোটাই হাসি..

এসো বাংলাকে.. ভালোবাসি..

Lebih Daripada Rafayel

Lihat semualogo

Anda Mungkin Suka