আমি জ্যোতিষীর কাছে যাবো
তারে গোপনে শুধাবো
যারে আমার ভালো লাগে
তারে কি পাবো হো-গো....
যারে আমার ভালো লাগে
তারে কি পাবো
আমি জ্যোতিষীর কাছে যাবো
তারে গোপনে শুধাবো
যারে আমার ভালো লাগে
তারে কি পাবো হো-গো....
যারে আমার ভালো লাগে
তারে কি পাবো
ভাবে সাবে গো বেচারা
স্বভাবে যে মনো চোর
স্বভাবে যে মনো চোর
চোরা গোলি দিয়ে এসে
ভাংলো আমার মনের দোর
ভাংলো আমার মনের দোর
একবার যদি ধরতে পারি
হাত কড়া দেবো হো-গো....
একবার যদি ধরতে পারি
হাত কড়া দেবো
আমি দাড়োগার কাছে যাবো
তারে গোপনে সুধাবো
যে আমারে করলো চুরি
তারে কি পাবো হো-গো....
যে আমারে করলো চুরি
তারে কি পাবো
প্রেমের মন্ত্র কানে দিয়ে
সাধু সেজে বসে রয়
সাধু সেজে বসে রয়
একবার ভাবি দারুন শত্রু
আবার বন্ধু মনে হয়
আবার বন্ধু মনে হয়
প্রেমের অসুখ কেমন মজা
তারেও বোঝাবো হো-গো....
প্রেমের অসুখ কেমন মজা
তারেও বোঝাবো
আমি হেকিমের কাছে যাবো
তারে গোপনে সুধাবো
সুখের অসুখ যে জন দিলো
তারে কি পাবো হো-গো....
সুখের অসুখ যে জন দিলো
তারে কি পাবো
আমি জ্যোতিষীর কাছে যাবো
তারে গোপনে শুধাবো
যারে আমার ভালো লাগে
তারে কি পাবো হো-গো....
যারে আমার ভালো লাগে
তারে কি পাবো হো-গো....
যারে আমার ভালো লাগে
তারে কি পাবো..............