menu-iconlogo
huatong
huatong
avatar

BULBULI NIROB NARGIS BONE-Nazrul Geeti

Raghab Chatterjeehuatong
🍁𝓢𝓾𝓴𝓪𝓶𝓪𝓵🍁᭄✿ᵃʳʸᵃⁿˢ࿐huatong
Lirik
Rakaman
বুলবুলি নীরব নার্গিস বনে ..

ঝরা বন গোলাপের বিলাপ শুনে

বুলবুলি নীরব নার্গিস বনে ..

ঝরা বন গোলাপের বিলাপ শুনে

বুলবুলি নীরব নার্গিস........বনে

---------Music--------

শিরাজের নওরোজে ফাল্গুন মাসে

যেন তার প্রিয়ার সমাধি পাশে

শিরাজের নওরোজে ফাল্গুন মাসে

যেন তার প্রিয়ার সমাধি পাশে

তরুন ইরান কবি কাঁদে নিরজনে

ঝরা বন গোলাপের বিলাপ শুনে

বুলবুলি নীরব নার্গিস বনে

---------Music--------

উদাসীন আকাশ.. থির হয়ে আছে

জল ভরা মেঘ লয়ে..বুকের কাছে

উদাসীন আকাশ.. থির হয়ে আছে

জল ভরা মেঘ লয়ে..বুকের কাছে

সাকীর শারাবেরও পিয়ালার পরে

সকরুন অশ্রু বেলফুল ঝরে

সাকীর শারাবেরও পিয়ালার পরে

সকরুন অশ্রু বেলফুল ঝরে

চেয়ে আছে ভাঙ্গা চাঁদ মলিন আননে ।।

ঝরা বন গোলাপের বিলাপ শুনে

বুলবুলি নীরব নার্গিস বনে।।

ঝরা বন... গোলাপের বিলাপ শুনে

বুলবুলি নীরব... নার্গিস... বনে

****ধন্যবাদ***

Lebih Daripada Raghab Chatterjee

Lihat semualogo

Anda Mungkin Suka