menu-iconlogo
huatong
huatong
raghab-chatterjee-mon-more-meghero-cover-image

Mon More Meghero

Raghab Chatterjeehuatong
shelleydwyerhuatong
Lirik
Rakaman
মন মোর মেঘের সঙ্গী

মন মোর মেঘের সঙ্গী

মন মোর মেঘের সঙ্গী

উড়ে চলে দিগ্ দিগন্তের পানে

নিঃসীম শূন্যে,শ্রাবণ বর্ষণ সঙ্গীতে

রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।।

মন মোর মেঘের সঙ্গী

উড়ে চলে দিগ্ দিগন্তের পানে

নিঃসীম শূন্যে,শ্রাবণ বর্ষণ সঙ্গীতে

রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।।

মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে

ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িৎ আলোকে,

মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে

ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত আলোকে,

ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে

কলো কলো কলমন্দ্রে নির্ঝরিণী

ডাক দেয় প্রলয় আহ্বানে।

মন মোর মেঘের সঙ্গী

উড়ে চলে দিগ্ দিগন্তের পানে

নিঃসীম শূন্যে,শ্রাবণ বর্ষণ সঙ্গীতে

রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।।

বায়ু বহে পূর্বসমুদ্র হতে

উচ্ছল ছলো ছলো তটিনীতরঙ্গে,

বায়ু বহে পূর্বসমুদ্র হতে

উচ্ছল ছলো ছলো তটিনীতরঙ্গে,

মন মোর ধায় তারই মত্ত প্রবাহে

তাল তমাল অরণ্যে,

মন মোর ধায় তারি মত্ত প্রবাহে

তাল তমাল অরণ্যে,

ক্ষুব্ধ শাখার.. আন্দোলনে।

মন মোর মেঘের সঙ্গী

উড়ে চলে দিগ্ দিগন্তের পানে

নিঃসীম শূন্যে,শ্রাবণ বর্ষণ সঙ্গীতে

রিমিঝিম রিমিঝিম রিমিঝিম

রিমিঝিম রিমিঝিম রিমিঝিম

রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।।

Lebih Daripada Raghab Chatterjee

Lihat semualogo

Anda Mungkin Suka