হুঁ, হুঁ হুঁ হুঁ........
হুঁ ,হুঁ হুঁ হুঁ......
লা লা লা লা,
লা লালা লা রা ......
আপলোড রামপাএ
আলতো ছোঁয়াতে
একটু দাঁড়ানো
চকিতে ফিরে তাকানো,
এক পলকের
সেই দেখাতে
কেন ওঠে ঝড় এই মনেতে
জানিনা, তা জানি না
হুঁ হুঁ হুঁ ..হুঁ হুঁ হুঁ .....
আপলোড রামপাএ
সারাদিন এই হৃদয়ে,সেই
হরিণীর আনাগোনা।
গুন গুন করে এই মন, হায়
হলোনা তবু তাকে জানা,
কি জানি, কবে তার
দেখা যে, পাই আবার
জানি না, তা জানি না
জানিনা, তা জানিনা।
আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো
চকিতে ফিরে তাকানো।
°• আপলোড রামপাএ °•
মানসী বলো কে তুমি এলে
বেশ তো ছিলাম একা।
পারিনা ভুলে যেতে সেই ছবি
ক্ষনিকের একটু দেখা,
ফাগুনের এই রাত
একি প্রেম অনুরাগ,
জানিনা, তা জানিনা
জানিনা, তা জানিনা।
আলতো ছোঁয়াতে, একটু দাঁড়ানো
চকিতে ফিরে তাকানো,
এক পলকের, সেই দেখাতে
কেন উঠে ঝড়, এই মনেতে
জানিনা, তা জানি না..
জানিনা, তা জানি না..
:- আপলোড রামপাএ :-
° _^/:\^_ ° ° _^/:\^_ °