menu-iconlogo
huatong
huatong
avatar

রংপুরের মাইয়া

Rangpurer Maiya School Ganghuatong
kenlonghuatong
Lirik
Rakaman
M রংপুরে যাইয়া দেখি রঙেরি মেলা

জানালা খুলে দেখি অবাক চাইয়া

পাগল করেছে আমায় রংপুরের মাইয়া

রংপুরে যাইয়া দেখি রঙেরি মেলা

জানালা খুলে দেখি অবাক চাইয়া

পাগল করেছে আমায় রংপুরের মাইয়া

F হাইলো চেরা হাল বায় ফুট বালুর চরে

হালখান ছাইরে দিয়ে মইখান ধরে

হাইলো ছেরার গামছা বাতাসে উড়ে

রংপুরে আইসে গেছে ঢাকারি পোলা

জানালা খুলে রাখছে সখিনা খালা

পাগল করেছে আমায় ঢাকাইয়া পোলা

M রংপুরে যাইয়া দেখি রঙেরি মেলা

জানালা খুলে দেখি অবাক চাইয়া

পাগল করেছে আমায় রংপুরের মাইয়া

F হাইলো চেরারে তুই রহিকা হইলি

বিয়ের বউ থুই নিহে করলি

সত্যি করে বলনা ছেরা কোন জেলায় বাড়ি

M ওরে চিটাগাং এর ছেলে আমি খুলনা থাকি

বরিশালে দাদা বাড়ি নানা সিলোটি

সত্যি করে বলছি মেয়ে প্রেম আমার খাটি

F রংপুরে আইসে গেছে ঢাকাইয়া পোলা

জানালা খুলে রাখছে সখিনা খালা

পাগল করেছে আমায় ঢাকাইয়া পোলা

M রংপুরে যাইয়া দেখি রঙেরি মেলা

জানালা খুলে দেখি অবাক চাইয়া

পাগল করেছে আমায় রংপুরের মাইয়া

Anda Mungkin Suka

রংপুরের মাইয়া oleh Rangpurer Maiya School Gang - Lirik dan Liputan