menu-iconlogo
huatong
huatong
avatar

Brishti Namai - Reprise RnB

Raz Deehuatong
rewardinchuatong
Lirik
Rakaman
রাত নির্ঘুম, বসে আছ তুমি

দক্ষিণের জানালা খুলে

যত নির্বাক অভিমান মনে

আজ সবটুকু নিলাম তুলে

এসো তবে বৃষ্টি নামাই

সৃষ্টি ছাড়া ভালোবাসায়

এসো তবে জোছনা সাজাই

দুচোখের তারায় তারায়

রাত নির্ঘুম, বসে আছ তুমি

দক্ষিণের জানালা খুলে

যত নির্বাক অভিমান মনে

সবটুকু নিলাম তুলে

চুপচাপ চলছে স্মৃতির কণা

রাতের পাখিরা সব গান গেয়ে যায়

নিশ্চুপ বাতাসে তোমার স্মৃতি

আমার গানের সুরে দূরে ভেসে যায়

এসো তবে বৃষ্টি নামাই

স্মৃতি ছাড়া ভালোবাসায়

এসো তবে জোছনা সাজাই (Yeah, come on)

দুচোখের তারায় তারায়

রাত নির্ঘুম, বসে আছ তুমি

দক্ষিণের জানালা খুলে

যত নির্বাক অভিমান মনে

আজ সবটুকু নিলাম তুলে

Lebih Daripada Raz Dee

Lihat semualogo

Anda Mungkin Suka

Brishti Namai - Reprise RnB oleh Raz Dee - Lirik dan Liputan