menu-iconlogo
huatong
huatong
avatar

মুর্দা কাইন্দা কয়, জিন্দারে ভাই...(RM)

Rezaul/Munnihuatong
💫🔥💫Rezaul💫Ahmed💫🔥💫huatong
Lirik
Rakaman
''মুর্দা কাইন্দা কয়, জিন্দারে ভাই''

R&M Music Corner

“Please Don't Copy”

?

মুর্দায় কাইন্দা কয় জিন্দারে ভাই

আইজ বুঝি দিলা মোরে

জনমের বিদায়

পাহাড় সমান জমিদারি

পাইলাম না রে কানাকড়ি

খালি হাতে দিলা তুমি

জনমের বিদায়

?

মুর্দায় কাইন্দা কয় জিন্দারে ভাই

আইজ বুঝি দিলা মোরে

জনমের বিদায়..

?

?

?

আমার মার কাছে কইয়ো.....

?

আমার বাজানরে কইয়ো.....

?

আমার মার কাছে কইয়ো

আমার বাজানরে কইয়ো

আমি একলা আন্ধার কবরে

থাকবো ক্যামন করে রে.....

?

আমি ওই না আন্ধার কবরে

থাকবো ক্যামন করে রে

আইজ বুঝি দিলা মোরে

জনমের বিদায়...

মুর্দায় কাইন্দা কয় জিন্দারে ভাই

আইজ বুঝি দিলা মোরে

জনমের বিদায়....

?

?

?

যে জন কাফনও পড়ায়......

?

যে জন কাঁন্ধে লইয়া যায়.....

?

যে জন কাফনও পড়ায়

যে জন কাঁন্ধে লইয়া যায়

তারা আমার আপন ভাই

তাদের কাছে দোয়া চাই...

?

ওরে তারা আমার আপন ভাই

তাদের কাছে দোয়া চাই

আইজ বুঝি দিলা মোরে

জনমের বিদায়..

মুর্দায় কাইন্দা কয় জিন্দারে ভাই

আইজ বুঝি দিলা মোরে

জনমের বিদায়..

পাহাড় সমান জমিদারি

পাইলাম না রে কানাকড়ি

খালি হাতে দিলা তুমি

জনমের বিদায়....

মুর্দায় কাইন্দা কয় জিন্দারে ভাই

আইজ বুঝি দিলা মোরে

জনমের বিদায়..

ওরে আইজ বুঝি দিলা মোরে

জনমের বিদায়..

হায়রে আইজ বুঝি দিলা মোরে

জনমের বিদায়..

ওরে আইজ বুঝি দিলা মোরে

জনমের বিদায়..

?

শুভেচ্ছা সবাইকে

?

Lebih Daripada Rezaul/Munni

Lihat semualogo

Anda Mungkin Suka