menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi To Amay Giyeso Vole| তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে | Rifat-LRB

Rifat-LRBhuatong
🇧🇩Rifat-LRB☔G🅱️☔huatong
Lirik
Rakaman
তুমিতো আমায়,,,

গিয়েছো ভুলে,,ওগো বন্ধু,,

ভুলে যাব আমিও,, ভেবেছি,

তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে,

তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে,

কত যে চোখের জলে ভেসেছি,,,

ভুলে যাব আমিও ভেবেছি,

ও ও,তরে তবুও কি ভুলতে পেরেছি,

দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই

তুমি আমায় ভুলে গেছো তাতে কোন দুঃখ নাই

দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই

যদি তুমি সুখ পাও যত খুশি ব্যাথা দাও,

যদি তুমি সুখ পাও যত খুশি ব্যাথা দাও,

দুঃখকে সাথী করে নিয়েছি

ভুলে যাব আমিও ভেবেছি,

ও ও,তরে তবুও কি ভুলতে পেরেছি,

সবাই তো সবকিছু করিতে পারে না

হৃদয়হীনা কোনদিনও ভালবাসতে জানে না

সবাই তো সবকিছু করিতে পারে না রে,,

হৃদয়হীনা কোনদিনও ভালবাসতে জানে না

যখন জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি রে

জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি,

নিজেকে নিজেই মেরে ফেলেছি,,

ভুলে যাব আমিও ভেবেছি

ও ও, তরে ভুলে যাব আমিও ভেবেছি,

তুমি আমায় ভুলে গেছো তাতে কোন দুঃখ নাই

দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই,

তুমি আমায় ভুলে গেছো তাতে কোন দুঃখ নাই

দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই

যদি তুমি সুখ পাও যত খুশি ব্যাথা দাও

হায় যদি তুমি সুখ পাও যত খুশি ব্যাথা দাও

দুঃখকে সাথী করে নিয়েছি

ভুলে যাব আমিও ভেবেছি

ও ও,তারে তবুও কি ভুলতে পেরেছি,

কালীর লেখা মুছতে গেলে ছিড়ে শুধু খাতা রে,,

ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা,

কালীর লেখা মুছতে গেলে ছিড়ে শুধু খাতা,,

ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা,

বলে কাজল দেওয়ান তোমায় নিয়ে এই গান

This Track Arranged By Rifat-LRB

বলে কাজল দেওয়ান তোমায় নিয়ে এই গান

স্মৃতিগুলো নিয়ে কত কেঁদেছি,,,

ভুলে যাব আমিও ভেবেছি

ও ও, তরে ভুলে যাব আমিও ভেবছি,

তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে,

কত যে চোখের জলে ভেসেছি,,,

ভুলে যাব আমিও ভেবেছি,

ও ও, তরে ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব,

তবুও কি ভুলতে পেরেছি,,,

Lebih Daripada Rifat-LRB

Lihat semualogo

Anda Mungkin Suka