
ও সাথি একবার এসে দেখে যাও
ও সাথী .....
একবার এসে দেখে যাও আমি
কত সুখে আছি
বেচে আছি কিনা
মরে গেছি সাথী
বেচে আছি কিনা
মরে গেছি ও ও
একবার এসে দেখে যাও আমি
কত সুখে আছি
একবার এসে দেখে যাও আমি
কত সুখে আছি
এমন আরো পছন্দের গান পেতে
ও সাথী...
ভুল বুঝে চলে গেছো
আমায় ফেলে একা
কতদিন গত হল
পাইনা তোমার দেখা
ও সাথী...
ভুল বুঝে চলে গেছো
আমায় ফেলে একা
কতদিন গত হল
পাইনা তোমার দেখা
সে যে গেলে আর এলে না
কি দোষ বল করেছি
সে যে গেলে আর এলে না
কি দোষ বল করেছি
একবার এসে দেখে যাও আমি
কত সুখে আছি
একবার এসে দেখে যাও আমি
কত সুখে আছি।
ও সাথি একবার এসে দেখে যাও oleh Rinku - Lirik dan Liputan