menu-iconlogo
huatong
huatong
avatar

সবার কাছে মূল্যহীন (R+M)

Ripon+moni আপলোডারhuatong
𝄞⑅⃝❤𝑻𝑨𝑴𝑰𝑴.𝑻♥𝑩𝑫💟huatong
Lirik
Rakaman
R+M

R

সবার কাছে মূল্যহীন

কিভাবে যে যাচ্ছে দিন...

""""""""""""""""'''''"""

সবার কাছে মূল্যহীন

কিভাবে যে যাচ্ছে দিন

যারে আমি বিশ্বাস করি

সেই ভাঙে এ অন্তর

বেইমান হলেই ভালো হতো

এই দুনিয়ার ভিতর

হয়তো বেইমান হলেই টিকতে পারতাম

এই দুনিয়ার ভেতর

R+M

""""""""""""""""'''''"""

সবার সাথে নাই মিল আমার

হইছি অন্যরকম

এই জন্যই হয়তো

কলিজাতে এত জকম

সহজ সরল বলেই সবাই

মনেতে দেয়া আঘাত

মায়ের মুখের দিকে চাইয়া

করিনা প্রতিবাদ

সবার কাছেই মূল্যহীন

কিভাবে যে যাচ্ছে দিন

যারে আমি বিশ্বাস করি

সেই ভাঙ্গে এই অন্তর

বেইমান হলেই ভালো থাকতাম

এই দুনিয়ার ভিতর

হয়তো বেইমান হলেই টিকতে পারতাম

এই দুনিয়ার ভেতর।

R+M

""""""""""""""""'''''"""

বুকের মধ্যে কি হাহাকার

কি যে এক দহন

কাউকে তো দেখাইতে পাই না

যায় না তা কহন

আমার কলিজায় পাওয়া আঘাতগুলা

বলবো আমি কারে

সময় কইরা কষ্টগুলা

শুনবে আমার কে..

সবার কাছে মূল্যহীন

কিভাবে যে যাচ্ছে দিন

যারে আমি বিশ্বাস করি

সেই ভাঙে এ অন্তর

বেইমান হলেই ভালো হতো

এই দুনিয়ার ভিতর

হয়তো বেইমান হলেই টিকতে পারতাম

এই দুনিয়ার ভেতর।

MR

Lebih Daripada Ripon+moni আপলোডার

Lihat semualogo

Anda Mungkin Suka