menu-iconlogo
huatong
huatong
avatar

Obhimani Brishti - অভিমানী বৃষ্টি

Ritu Raj/Muntasir/Muntasir/Muntasirhuatong
publicstaticvoidmainhuatong
Lirik
Rakaman
অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না

অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না

মান ভাঙাতে নূপুর দেব

ঝুমঝুমিয়ে নাচো না

ঝুমঝুমিয়ে নাচো না

নাচো না......

অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না......

Instrumental

মৃদু হাওয়ায় ছুঁয়ে যাব

ভিজব তোমার সাথে

প্রেম প্লাবনে ভেসে যাব

যদি মান ভাঙে তাতে

মৃদু হাওয়ায় ছুঁয়ে যাব

ভিজব তোমার সাথে

প্রেম প্লাবনে ভেসে যাব

যদি মান ভাঙে তাতে

পুড়ে যাওয়া মন সে তো

প্রহর মানে না......

প্রহর মানে না......

প্রহর মানে না......

অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না...

আ.........আ.........

মেঘ আকাশে মায়া দেব

স্বপ্ন যত ভালবাসায়

রঙ্ধনু রঙ হবো আমি

কাছে থাকার আশায়

মেঘ আকাশে মায়া দেব

স্বপ্ন যত ভালবাসায়

রঙ্ধনু রঙ হবো আমি

কাছে থাকার আশায়

মন খারাপের দিনে আর

দূরে থেকো না......

দূরে থেকো না......

দূরে থেকো না......

অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না (অভিমানী বৃষ্টি তুমি)

অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না (ফিরে তুমি এসো না)

মান ভাঙাতে নূপুর দেব

ঝুমঝুমিয়ে নাচো না

ঝুমঝুমিয়ে নাচো না

নাচো না

নাচো না

নাচো না...

Lebih Daripada Ritu Raj/Muntasir/Muntasir/Muntasir

Lihat semualogo

Anda Mungkin Suka