menu-iconlogo
logo

Tomare legeche eto je

logo
Lirik
হুম হুম হুম

আহা হা হা

হুম হুম হুম হুম

হুম হুম হুম

আহা হা হা

হুম হুম হুম হুম

তোমারে লেগেছে এত যে ভালো

চাঁদ বুঝি তা জানে

রাতেরও বাসরে দোসর হয়ে

তাই সে আমারে টানে

চাঁদ বুঝি তা জানে

তোমারে লেগেছে এত যে ভালো

চাঁদ বুঝি তা জানে

রাতেরও বাসরে দোসর হয়ে

তাই সে আমারে টানে

চাঁদ বুঝি তা জানে

রাতের আকাশে তারারও মিতালী

আমারে দিয়েছে সুরেরও গীতালী

কত যে আশায় তোমারে আমি

জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী

আকুল ভ্রোমরা বলে সে কথা

বকুলেরও কানে কানে

চাঁদ বুঝি তা জানে

তোমারে লেগেছে এত যে ভালো

চাঁদ বুঝি তা জানে

রাতেরও বাসরে দোসর হয়ে

তাই সে আমারে টানে

চাঁদ বুঝি তা জানে

এত যে কাছে চেয়েছি তোমারে

এত যে প্রীতি দিয়েছ আমারে

এত যে পাওয়া কেমনে সহিব

একাকী আমি নীরব আঁধারে

আকুল পাপিয়া ছড়ায়ে এ কথা

বাতাসেরও কানে কানে

চাঁদ বুঝি তা জানে

তোমারে লেগেছে এত যে ভালো

চাঁদ বুঝি তা জানে

রাতেরও বাসরে দোসর হয়ে

তাই সে আমারে টানে

চাঁদ বুঝি তা জানে

হুম হুম হুম

আহা হা হা

হুম হুম হুম হুম

Tomare legeche eto je oleh Rizia Parveen - Lirik dan Liputan