menu-iconlogo
huatong
huatong
Lirik
Rakaman
Ye ye

অনামিকা সে তার নাম টা অজানা

বিদ্ধস্ত সে যে হারিয়েছে ডানা

সাজো বেলা হলে যেনো ফিকে হয় রঙ

মেঘেদের ভিড়ে তাকে আজ ওযায় না চেনা

অনামিকা সে তার নাম টা অজানা

বিদ্ধস্ত সে যে হারিয়েছে ডানা

সাজো বেলা হলে যেনো ফিকে হয় রঙ

মেঘেদের ভিড়ে তাকে আজ ও যায় না চেনা

আজ চোখ দুটো বুঝলে যেনো

স্বপ্নগুলো সামনে ভাসে

গল্পগুলোর আনাগোনা অন্তহীন আকাশে

দুশচিন্তার হাতছানি তোকে মনে করার ফাঁকে

হাতে সিগারেট এর ছাই আ্যাশ ট্রে তে জমতে থাকে

প্রতিনিয়ত তোকে কাছে পাওয়ার বায়না

ক্ষত বিক্ষত শরীর মনের সঙ্গ দিতে চায় না

প্রতিনিয়ত তোকে কাছে পাওয়ার বায়না

ক্ষত বিক্ষত শরীর মনের সঙ্গ দিতে চায় না

অনামিকা সে তার নাম টা অজানা

বিদ্ধস্ত সে যে হারিয়েছে ডানা

সাজো বেলা হলে যেনো ফিকে হয় রঙ

মেঘেদের ভিড়ে তাকে আজ ও যায় না চেনা

অনামিকা সে তার নাম টা অজানা

বিদ্ধস্ত সে যে হারিয়েছে ডানা

সাজো বেলা হলে যেনো ফিকে হয় রঙ

মেঘেদের ভিড়ে তাকে আজ ও যায় না চেনা

আজ দাবানল চলেছে বুকে

চলতে থাকবে না নিরবে

ক্রোধে জমা বারুদ আজ ফাটে

আগ্নোয়াগিরি রূপে

লক্ষ্য প্রচণ্ড ভয়ঙ্কর

যে পৃথিবী কাপে

বিষন্ন মেঘের এসিড বৃষ্টি

নামবে নায়াগ্রা স্রোতে

তোরা আজ ধুয়ে ফেল lipstick

Make-up,foundation,eyeliner

24 cart গয়না তোর চাইনা

Diamond হতে পারে খুবি উজ্জ্বল

তবু ধারে কাছে আসবে না জ্বলন্ত কয়লার

নিজেদের দেখ প্রতিবিম্ব আয়নায়

চেয়ে কেনো চোখ দুটো ক্লান্ত

শান্ত,কেনো হবে বিভ্রান্ত

চারিদিকে দেখ সব বিষাক্ত

সাফ করে দেবো সমাজের নোংরামিটা

এখানে বিশ্বাস এর কারণেই সবাই cheater

কোটি পকেট ভরায় আবার নোট ই শিক্ষার

টেবিলের নিচে সরকারি হাত চায় সে ভিক্ষার

আইন এখন অন্ধ নাই চশমা বাতিল

তাই খুঁজে বেড়ায় সে মোটা বান্ডিল

টেবিলে নোট ফেলো কাজ হবে হাসিল

Free তে ইভেন্ট কেউ দিবে না দিল

সেলফি গ্রুপিতেই সীমাবদ্ধ নাম

আবার পরিপাটি করা যত্নে রত্ন

TikTok বা Pubg তে time করে waste

প্রতিবাদী পোস্ট আবার মারি সময় মতো

মোমবাতি জ্বেলে সবাই হচ্ছে যে প্রতিবাদী

আগুন জ্বেলে লাভ কি ভাই সেই যদি

চুপ ই থাকি টাকা দিয়ে বিছানায় সত্যি মিথ্যার

গানের মাধ্যমে জানাচ্ছি চরম ধিক্কার

বয়স ষোল দরজা বন্ধ পড়ার অজুহাতে

শিরা কাটা রক্তাক্ত দেহ বিছানাতে

নোটে লিখে গেলো

মা জীবনের সাথে আমি করলাম আড়ি

তোমার আর বাবার স্বপ্ন গুলো কাধে লাগতো ভারী

এই ভাবে কত প্রাণ চলে যায়

হিসেবের কোনো শেষ নেই

সমাজ আটকে ভেদাভেদে

Education আজও প্রশ্নই

বাবার হাত ধরে যেই মেয়েটা হতে চেয়েছিলো ডাক্তার

শ্লিলতাহানির ভয়ে তার আজ ও শিক্ষার দায়বদ্ধ

শয়নে স্বপনে নেশাটা গোপনে

সঙ্গ দোষে নষ্ট স্বভাবে

হাতে ফোনে অন্তজ্রালে বিপাকে

মরণ ফাঁদে পা দিলো সে অকালে

শঙ্কা হলো শঙ্কাহীন আতঙ্কে আজ কাটছে দিন

বেড়ে চলছে শুধু prear pressure

System আজও কার্যহীন

Lebih Daripada Ron-E/Anxiety/Flame C

Lihat semualogo

Anda Mungkin Suka