menu-iconlogo
logo

ওরে মাটি হবো মাটি

logo
Lirik
ওরে মাটি হবো মাটি

কেনো করো কান্নাকাটি

ওরে মাটি হবো মাটি

কেনো করো কান্নাকাটি

আতর আনো লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

আতর আনো লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

ওরে মাটি হবো মাটি

কেনো করো কান্নাকাটি

মওলা ছাড়া কেউ নাইরে

মওলা ছাড়া কেউ নাই

মওলা ছাড়া কেউ নাইরে

মওলা ছাড়া কেউ নাই

আতর আনো লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

আতর আনো লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

ওরে মাটি হবো মাটি

কেনো করো কান্নাকাটি

কলেমা শাহাদাৎ পড়ো উচ্চস্বরে

মাবুদ যেনো তোর আজাব একটু কম করে

কলেমা শাহাদাৎ পড়ো উচ্চস্বরে

মাবুদ যেনো তোর আজাব একটু কম করে

আতর আনো লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

আতর আনো লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

ওরে মাটি হবো মাটি

কেনো করো কান্নাকাটি

ওরে মাটি হবো মাটি

কেনো করো কান্নাকাটি

দুই টুকরা তুলে দিও নাকের ও ভিতরে

গোসল করাইয়েও আমায় পরিস্কার করে

দুই টুকরা তুলে দিও নাকের ও ভিতরে

গোসল করাইয়েও আমায় পরিস্কার করে

আতর আনো লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

আতর আনো লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

ওরে মাটি হবো মাটি

কেনো করো কান্নাকাটি

ওরে মাটি হবো মাটি

কেনো করো কান্নাকাটি

ওরে মাটি হবো মাটি oleh Rumi - Lirik dan Liputan