menu-iconlogo
huatong
huatong
avatar

Premer Agune

RunaLailahuatong
✿❀ƘƛƁƖƦ_MƛӇMƲƊ✿❀S♏Shuatong
Lirik
Rakaman
প্রেমের আগুনে জ্বলে গেলাম

মেয়েঃ প্রেমের আগুনে, প্রেমের আগুনে

প্রেমের আগুনে জ্বলে গেলাম

সজনী গো সে আগুন চোখে দেখলাম না

সজনী গো সে আগুন চোখে দেখলাম না

ছেলেঃ পীরিতি পীরিতি, পীরিতি পীরিতি

পীরিতি রীতিনীতি শেখাও সজনী গো

পীড়িতি আজো শিখলাম না

সজনী গো পীরিতি আজো শিখলাম না

মেয়েঃ নিম তিতা নিশিন্দা তিতা

আরো তিতা পানের খর

সেই না তিতা লাগে গো মিঠা

নারী যদি পায় প্রানের নাগর

ছেলেঃ আম মিঠা জাম মিঠা

আরো মিঠা ফুলের মৌ

সেই না মিঠা লাগে গো তিতা

না থাকলে কাছে সুন্দরী বউ

মেয়েঃ সেই তিতা মিঠার স্বাদ

সেই তিতা মিঠার স্বাদ

দেব সজনী গো

পীরিতি করো সাধনা,

ছেলেঃ সজনী গো

পীরিতি আজো শিখলাম না

মেয়েঃ প্রেমের আগুনে, প্রেমের আগুনে

প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো

সে আগুন চোখে দেখলাম না

ছেলেঃ সজনী গো

পীরিতি আজো শিখলাম না

মেয়েঃ বক সাদা পালক সাদা

আরো সাদা কাশের ফুল

সেই না সাদা লাগে গো কালো

পুরুষ না বুঝলে নারীর মন

ছেলেঃ মেঘ কালো ভ্রমরা কালো

আরো কালো মাথার চুল

সেই না কালো লাগে গো ভাল

নারীর অঙ্গে ফুটলে ফুল

মেয়েঃ সেই ফুলের মধু

সেই ফুলের মধু

অঙ্গে শুকাই সজনী গো

বয়সের ভার মানে না

ছেলেঃ সজনী গো

আমাকে করলে দিওয়ানা

মেয়েঃ প্রেমের আগুনে, প্রেমের আগুনে

প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো

সে আগুন চোখে দেখলাম না

সজনী গো সে আগুন চোখে দেখলাম না

ছেলেঃ পীরিতি পীরিতি পীরিতি পীরিতি

পীরিতি রীতিনীতি শেখাও সজনী গো

পীরিতি আজো শিখলাম না

সজনী গো পীরিতি আজো শিখলাম না

Lebih Daripada RunaLaila

Lihat semualogo

Anda Mungkin Suka