menu-iconlogo
huatong
huatong
rupak-tiarykajol-chatterjee-thik-tor-moton-cover-image

Thik Tor Moton

Rupak Tiary/Kajol Chatterjeehuatong
raluca_amuzahuatong
Lirik
Rakaman
তোকে এত করে ছুঁতে চাই

কোনো সীমানায়

কিছু মুঠো ভরা মুহুর্তে

আজও বাঁচি

কবে ছুটি হবে গোধূলির

কোনো কার্নিশে

দেখ সেখানেই এখনও

দাঁড়িয়ে আছি

বোবা সময়ের ঘূর্ণিপাকে

অযথাই টেনে নেয় আমাকে

ফিরে যেতে চাই আবার

তোর কাছে

বোবা সময়ের ঘূর্ণিপাকে

অযথাই টেনে নেয় আমাকে

ফিরে যেতে চাই আবার

তোর কাছে

ঠিক তোর মতন কেউ

আমায় বোঝে না

ঠিক তোর মতন কেউ

আমায় বোঝে না

তোর মতন কেউ

আমায় খোঁজে না

ঠিক তোর মতন কেউ

আমায় বোঝে না

বল কবে ফের

তোর ঘোর লাগা চোখে

ফেলে পিছুটান

দেবো স্বপ্ন এঁকে

জানি পথ ভুলে

আমাদের দেখা হবে

এই নির্বাসন

জানি না শেষ কবে

বোবা সময়ের ঘূর্ণিপাকে

অযথাই টেনে নেয় আমাকে

ফিরে যেতে চাই আবার

তোর কাছে

ও, বোবা সময়ের ঘূর্ণিপাকে

অযথাই টেনে নেয় আমাকে

ফিরে যেতে চাই আবার

তোর কাছে

তোর মতন কেউ

আমায় খোঁজে না

ঠিক তোর মতন কেউ

আমায় বোঝে না

ঠিক তোর মতন কেউ

আমায় বোঝে না

ঠিক তোর মতন কেউ

আমায় বোঝে না

(বোঝে না, বোঝে না, বোঝে না)

(বোঝে না, বোঝে না, বোঝে না)

(বোঝে না, বোঝে না, বোঝে না)

(বোঝে না, বোঝে না, বোঝে না)

Lebih Daripada Rupak Tiary/Kajol Chatterjee

Lihat semualogo

Anda Mungkin Suka