menu-iconlogo
logo

Benche Thakar Gaan

logo
Lirik
যদি ফেলে দিতে বলে

ঘোলা জলে কোলা তুলি

জেনো আমি কুড়িয়ে নেবো তা

যদি খুলে নিতে বলে

দু পায়ে বাধা ঘুঙ্গুর

যেনো আমি খুলতে দেবনা

যদি ফেলে দিতে বলে

ঘোলা জলে কোলা তুলি

জেনো আমি কুড়িয়ে নেবো তা

যদি খুলে নিতে বলে

দু পায়ে বাধা ঘুঙ্গুর

যেনো আমি খুলতে দেবনা

আর আমি আমি জানি জানি

চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ

আর আমি আমি জানি জানি

প্রতি রাতে হয়রানি, হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে

তোমার ওই চোখের নালিশে

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে

পরিচিত হাতের আদরে

সুখে থাক রাতে পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা

জেনো কেড়ে নিতে দেবনা

যদি থেমে যেতে বলে পিয়ানো বাঁশি গিটার

জেনো আমি থামতে দেবনা

আর আমি আমি জানি জানি

চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ

আর আমি আমি জানি জানি

প্রতি রাতে হয়রানি, হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে

তোমার ওই চোখের নালিশে

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে

পরিচিত হাতের আদরে

সুখে থাক রাতে পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

আর আমি আমি জানি জানি (চলবে)

Benche Thakar Gaan oleh Rupam Islam - Lirik dan Liputan