menu-iconlogo
huatong
huatong
avatar

মোন যেনো এক মায়াবী পাখি

S D Rubelhuatong
ptown_princess30huatong
Lirik
Rakaman
মন যেনো এক মায়াবী পাখি

তারে বন্ধি রাখা যায়না

মন যেনো এক মায়াবী পাখি

তারে বন্ধি রাখা যায়না

ছুটে সে যেখানে আছে

ছুটে সে যেখানে আছে

ভালোবাসার ঠিকানা হো

মন যেনো এক মায়াবী পাখি

তারে বন্ধি রাখা যায়না

মনের দামে মন কিনে

স্বর্গ করে রচনা

স্বপ্ন নয়া চরে খোঁজে

সুখেরই সে মোহনা

মনের দামে মন কিনে

স্বর্গ করে রচনা

স্বপ্ন নয়া চরে খোঁজে

সুখেরই সে মোহনা

যতই তারে রাখিনা ধরে

যতই তারে রাখিনা ধরে

বাঁধা সে তো মানেনা হো

মন যেনো এক মায়াবী পাখি

তারে বন্ধি রাখা যায়না

মায়ার জালে পড়লে ধরা

প্রেমের ময়না পাখি

সারাদিন মনের ঘরে

করে ডাকাডাকি

মায়ার জালে পড়লে ধরা

প্রেমের ময়না পাখি

সারাদিন মনের ঘরে

করে ডাকাডাকি

চাইলেও ভুলতে তারে

চাইলেও ভুলতে তারে

কিছুতেই ভুলে যায়না হো

মন যেনো এক মায়াবী পাখি

তারে বন্ধি রাখা যায়না

মন যেনো এক মায়াবী পাখি

তারে বন্ধি রাখা যায়না

ছুটে সে যেখানে আছে

ছুটে সে যেখানে আছে

ভালোবাসার ঠিকানা হো

মন যেনো এক মায়াবী পাখি

তারে বন্ধি রাখা যায়না

মন যেনো এক মায়াবী পাখি

তারে বন্ধি রাখা যায়না

মন যেনো এক মায়াবী পাখি

তারে বন্ধি রাখা যায়না

Lebih Daripada S D Rubel

Lihat semualogo

Anda Mungkin Suka