menu-iconlogo
huatong
huatong
avatar

prithibite_SM

Sabina Yasmin/Agunhuatong
Shafin_Mahamudhuatong
Lirik
Rakaman
SongUpload:

Shafin_Mahamud

আ হা হা হা

অ হো হো হো

আ আ আ আ আ

থিবীতে সুখ বলে

যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

জ্বালে পুড়ে মরার মাঝে

যদি কোনো সুখ থাকে

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

পৃথিবীর চার পাশে, যে দিকে তাকাই

সেখানেই তোমাকে, পাই খুঁজে পাই

পৃথিবীর চার পাশে, যে দিকে তাকাই

সেখানেই তোমাকে, পাই খুঁজে পাই

পাশা পাশি থাকবো

বুকে ধরে রাখবো

হৃদয়ের দাম দিয়ে, হৃদয় নিলাম

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

এ জীবন সংসার, বড় মধুময়

যদি গো সেখানে, ভালোবাসা রয়

এ জীবন সংসার, বড় মধুময়

যদি গো সেখানে, ভালোবাসা রয়

ভালোবেসে বাঁচবো

ভালোবেসে মরবো

যার বিনিময়ে আমি, তোমাকে পেলাম

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

পৃথিবীতে সুখ বলে

যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

জ্বালে পুড়ে মরার মাঝে

যদি কোনো সুখ থাকে

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

Lebih Daripada Sabina Yasmin/Agun

Lihat semualogo

Anda Mungkin Suka