menu-iconlogo
logo

কি যাদু করিলা, পিরিতি শিখাইলা

logo
Lirik
কি যাদু করিলা পিড়িতি শিখাইলা

থাকিতে পারিনা ঘরেতে..প্রাণ সজনী

থাকিতে পারিনা ঘরেতে

কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা

থাকিতে পারিনা ঘরেতে..প্রাণ সজনী

থাকিতে পারিনা ঘরেতে..

কি যাদু করিলা পিড়িতি শিখাইলা

থাকিতে পারিনা ঘরেতে..প্রাণ সজনী

থাকিতে পারিনা ঘরেতে

নয়নও জুড়াইলা, পরানও কাড়িলা

নয়নোও জুড়াইলা, পরানও কাড়িলা

মরমে বাজাইলা মধুরও বাঁশী

পড়ে গো ঢলিয়া, হাসিয়া হাসিয়া

পড়ে গো ঢলিয়া, হাসিয়া হাসিয়া

তোমারি মুখেতে পূর্ণ শশী

কি কথা কহিলা পাগলও বানাইলা

কিছুতে পারিনা সহিতে প্রাণ সজনী

কিছুতে পারিনা সহিতে

কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা

থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী

থাকিতে পারিনা ঘরেতে..

আমার ও লাগিয়া, নিরলে বসিয়া

আমারও লাগিয়া, নিরলে বসিয়া।

তোমারে যতনে গড়িল বিধি

মরিব মরণে, তোমার'ই বিহনে

মরিব মরণে, তোমার'ই বিহনে

তোমারে জীবনে না পাই যদি

কি মালা গাঁথিলা আমারে পরাইলা

কিছুতে পারিনা খুলিতে প্রাণ সজনী

কিছুতে পারিনা খুলিতে

কি যাদু করিলা পিরিতি শিখাইলা

থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী

থাকিতে পারিনা ঘরেতে...

কি যাদু করিলা, পিরিতি শিখাইলা oleh Sabina Yasmin/Andrew Kishore - Lirik dan Liputan