menu-iconlogo
huatong
huatong
avatar

শুধু একবার বলো ভালোবাসি

Sabina Yasmin/Miluhuatong
pasqualelenohuatong
Lirik
Rakaman
প্লিজ কেউ কপি বা পুনরায় আপলোড দিবেন না।

আহা হা হা হা হা

লা লা লা লা লা লা

আহা হা হা হা হা হা ...

শিরোনাম : শুধু একবার বলো ভালোবাসি

ছবি: দেনমোহর

শিল্পী : আগুন ও সাবিনা ইয়াছমিন

প্রথম পাঠ : ছেলে

দ্বিতীয় পাঠ : মেয়ে

শুধু একবার..শুধু একবার

শুধু একবার.. শুধু একবার

শুধু একবার বলো ভালোবাসি

শুধু একবার শুধু একবার

শুধু একবার বলো ভালোবাসি

যদি বলো একবার,এ জীবনে শতবার

হাসি মুখে পরবো, মরণও ফাঁসি...

শুধু একবার.. শুধু একবার

শুধু একবার বলো ভালোবাসি..

নিত্য নতুন সম্পূর্ণ HD মিউজিক পাবেন

আমার আইডি তে। তাই দেরী না করে

Follow করুন আর Like দিতে ভুলবেন না।

এই বুকের ভেতরে যে মন..

সেই মনে আমি যে কখন

শুধু তোমার ছবি এঁকেছি..

শুধু তোমার ছবি এঁকেছি...

সেই প্রথম দেখারই ক্ষনে

আমার ছোট্ট এই পাগল মনে

আমি তোমারই নাম লিখেছি

আমি তোমারই নাম লিখেছি..

মন চায় সারাক্ষন,ছিড়ে বাঁধা বন্ধন

তোমার কাছেই শুধু ছুটে আসি

শুধু একবার, শুধু একবার

শুধু একবার, বলো ভালোবাসি

আরও সুন্দর সুন্দর HD গান পাবেন

আমার আইডিতে। তাই দয়া করে একবার

আমার আইডি চেক করতে পারেন।

Follow করতে ভুলবেন না।

আজ তোমার আমার এই জীবন

একই সুরে যে বাঁধা এখন

এই বাঁধন খুলে দিও না..

এই বাঁধন খুলে দিও না...

তুমি দিলে দু’চোখে স্বপন

তুমি আমারই চিরো আপন

এই স্বপ্ন ভেংগে দিও না..

এই স্বপ্ন ভেংগে দিও না...

দুটি মন বারবার,করে শুধু তোলপাড়

এ হৃদয়ে বাজে, প্রেমেরই বাঁশী

শুধু একবার.. শুধু একবার

শুধু একবার বলো, ভালোবাসি

যদি বলো একবার,এ জীবনে শতবার

হাসি মুখে পরবো মরণও ফাঁসি

শুধু একবার.. শুধু একবার

শুধু একবার বলো, ভালোবাসি

যদি বলো একবার,এ জীবনে শতবার

হাসি মুখে পরবো মরণও ফাঁসি

শুধু একবার.. শুধু একবার

শুধু একবার বলো, ভালোবাসি..

LOVES ALL MY FRIENDS

Lebih Daripada Sabina Yasmin/Milu

Lihat semualogo

Anda Mungkin Suka