menu-iconlogo
huatong
huatong
sabita-chowdhury-surer-ei-jhar-jhar-jharna-cover-image

Surer Ei Jhar Jhar Jharna

Sabita Chowdhuryhuatong
khursheed050__🆆🅴huatong
Lirik
Rakaman
সুরের এই ঝর ঝর ঝর্না

ঝরনা হায় মরি হায় মরি হায় রে

ঝরনা ঝরে রে

ফুলেরও এই গুন গুন গুঞ্জন

দুজনায় যাই চলে যাই চলে যাই রে

রহে না ঘরে রে

ঝরনা ঝরে রে রহে না ঘরে রে

ঝরনা ঝরে রে রহে না ঘরে রে

Courtesy H.PUTUL_WE

মেঘে মেঘে মেঘবালিকা আবির ঢালে

মনেরও ময়ুরী নাচে তালে তালে

মেঘে মেঘে মেঘবালিকা আবির ঢালে

মনেরও ময়ুরী নাচে তালে তালে

গানে গানে

হু হু হু,

প্রাণে প্রাণে

হু হু হু

গানে গানে

হু হু হু,

প্রাণে প্রাণে

হু হু হু

সুরের সুরভী ভরে রে

সুরের এই ঝর ঝর ঝর্না,

ঝরনা হায় মরি হায় মরি হায় রে

ঝরনা ঝরে রে

ফুলেরও এই গুন গুন গুঞ্জন

দুজনায় যাই চলে যাই চলে যাই রে

রহে না ঘরে রে

ঝরনা ঝরে রে রহে না ঘরে রে

ঝরনা ঝরে রে রহে না ঘরে রে

~~~~~~~~~~~~~~~~~

নোটন নোটন পায়রা গুলি পেখম মেলেছে

রোদেরও সোনালী রং অঙ্গে মেখেছে

নোটন নোটন পায়রা গুলি পেখম মেলেছে

রোদেরও সোনালী রং অঙ্গে মেখেছে

মরি মরি

হু হু হু

কি যে করি

হু হু হু

মরি মরি

হু হু হু

কি যে করি

হু হু হু

হৃদয় আকুল করে রে

সুরের এই ঝর ঝর ঝর্না,

ঝরনা হায় মরি হায় মরি হায় রে

ঝরনা ঝরে রে

ফুলেরও এই গুন গুন গুঞ্জন

দুজনায় যাই চলে যাই চলে যাই রে

রহে না ঘরে রে

ঝরনা ঝরে রে রহে না ঘরে রে

ঝরনা ঝরে রে রহে না ঘরে রে

Lebih Daripada Sabita Chowdhury

Lihat semualogo

Anda Mungkin Suka