menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Shundor Ful Shundor Fol

Saif Zohanhuatong
player453449huatong
Lirik
Rakaman
এই সুন্দর ফুল সুন্দর ফল

মিঠা নদীর পানি...

খোদা..তোমার মেহেরবানী

এই সুন্দর ফুল,সুন্দর ফল..

মিঠা নদীর পানি...

খোদা..তোমার মেহেরবানী

এই শস্য শ্যামল ফসল ভরা

মাঠের ডালিখানি

খোদা..তোমার মেহেরবানী

এই সুন্দর ফুল,সুন্দর ফল

মিঠা নদীর পানি...খোদা..

তোমার মেহেরবানী

খোদা..তোমার মেহেরবানী

এই সুন্দর ফুল,সুন্দর ফল

মিঠা নদীর পানি,খোদা..

তোমার মেহেরবানী

খোদা তোমার মেহেরবানী

তুমি..কতই দিলে রতন

ভাই বেরাদার পুত্র স্বজন

তুমি..কতই দিলে রতন

ভাই বেরাদার পুত্র স্বজন

ক্ষুদা পেলে অন্য জোগাও

ক্ষুদা পেলে অন্য জোগাও

মানি চাইনা মানি..

খোদা..তোমার মেহেরবানী

খোদা..তোমার মেহেরবানী

খোদা! তোমার হুকুম তরক করি

আমি প্রতি পায়..

তবু আলো দিয়ে বাতাশ দিয়ে

বাঁচাও এ বান্দায়।

খোদা! তোমার হুকুম তরক করি

আমি প্রতি পায়..

তবু আলো দিয়ে বাতাশ দিয়ে

বাঁচাও এ বান্দায়।

শ্রেষ্ঠ নবী দিলে মোরে..

তরিয়ে নিতে রোজ হাসরে..

শ্রেষ্ঠ নবী দিলে মোরে..

তরিয়ে নিতে রোজ হাসরে..

পথ না ভুলি তাইতো দিলে

পাক কোরানের বানী..

খোদা তোমার মেহেরবানী

এই সুন্দর ফুল সুন্দর ফল

মিঠা নদীর পানি..খোদা

তোমার মেহেরবানী

খোদা তোমার মেহেরবানী

Lebih Daripada Saif Zohan

Lihat semualogo

Anda Mungkin Suka