menu-iconlogo
huatong
huatong
avatar

Ke Amon Chand Ruposhi

Salim Chowdhuryhuatong
pallavika87huatong
Lirik
Rakaman
কে এমন চাঁদ-রূপসী

জাদুভরা মুখের হাসি

আউলা-কেশী সর্বনাশী পাগল করেছে

আমারে পাগল করেছে

আমারে পাগল করেছে

কে এমন চাঁদ-রূপসী

জাদুভরা মুখের হাসি

আউলা-কেশী সর্বনাশী পাগল করেছে

আমারে পাগল করেছে

আমারে পাগল করেছে

ভুলিতে পারি না, ফিরে ফিরে চাই

প্রাণ কাড়িয়া নিলো, রূপের এত যে বড়াই

ভুলিতে পারি না, ফিরে ফিরে চাই

প্রাণ কাড়িয়া নিলো, রূপের এত যে বড়াই

প্রেম সাগরের তীরে এলো অপরূপ ধরে

জানি না এই মায়াবিনী কেন এসেছে

আমারে পাগল করেছে

আমারে পাগল করেছে

কে এমন চাঁদ-রূপসী

জাদুভরা মুখের হাসি

আউলা-কেশী সর্বনাশী পাগল করেছে

আমারে পাগল করেছে

আমারে পাগল করেছে

গঠনে বরনে শাস্ত্রে ধন্য গাহে যার

প্রেমিক মনে বুঝে নিতে কী বলিবো আর

গঠনে বরনে শাস্ত্রে ধন্য গাহে যার

প্রেমিক মনে বুঝে নিতে কী বলিবো আর

সে যে আড়ে আড়ে চায়, আহা চোখ ফেরানো দায়

জানি না কী উপাসনায় দেখা দিয়াছে

আমারে পাগল করেছে

আমারে পাগল করেছে

কে এমন চাঁদ-রূপসী

জাদুভরা মুখের হাসি

আউলা-কেশী সর্বনাশী পাগল করেছে

আমারে পাগল করেছে

আমারে পাগল করেছে

কে এমন চাঁদ-রূপসী

জাদুভরা মুখের হাসি

আউলা-কেশী সর্বনাশী পাগল করেছে

আমারে পাগল করেছে

আমারে পাগল করেছে

Lebih Daripada Salim Chowdhury

Lihat semualogo

Anda Mungkin Suka