menu-iconlogo
huatong
huatong
salma--cover-image

তুমি দিওনা গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া

Salmahuatong
papamo.gwhuatong
Lirik
Rakaman
তুমি দিওনা গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া

আমি বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া

তুমি দিওনা গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া

আমি বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া

তুমি ভয় কেন পাও প্রান সজনী আমায় দেখিয়া

তোমায় প্রেম সোহাগে রাখবো আমার

বুকে জড়াইয়া

তুমি দিওনা গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া

আমি বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া

তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া

তোমায় প্রেম সোহাগে রাখবো আমার

বুকে জড়াইয়া

ও আচঁল ধরে টান দিওনা লাজে মরে যায়

প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই

ও সুখের পরশ দেবো তোমায় থেকো না দূরে

শান্তি খুঁজে পাবে আমার প্রেমের আদরে

আমি চাইনা তোমার প্রেমের আদর দাওনা ছারিয়া

সবকিছু জোর করে নিওনা কাড়িয়া

নিওনা কাড়িয়া, ঘরের বাত্তি নিভাইয়া

তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া

তোমায় প্রেম সোহাগে রাখবো আমার

বুকে জড়াইয়া

তুমি দিও নাগো বাসর ঘরের বাত্তি নিভাইয়া

আমি বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া

তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া

তোমায় প্রেম সোহাগে রাখবো আমার

বুকে জড়াইয়া

ও, এইরাত আর কোনও দিনও আসবে না ফিরে

একটু পরে রাত পোহাবে থেকো না দূরে

আমার বুক কাঁপে যে দুরুদুরু মনে লাগে ভয়

জানিনাতো আজ নিশীতে কি জানি কি হয়

আমার ইচ্ছা করে ময়ূর পঙ্কী নায়ে চড়িয়া

আমি তোমায় নিয়ে প্রেম যমুনায় যাব ভাসিয়া

আমি যাবো ভাসিয়া, ঘরের বাত্তি নিভাইয়া

তুমি দিওনা গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া

আমি বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া

তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া

তোমায় প্রেম সোহাগে রাখবো আমার

বুকে জড়াইয়া

তুমি দিওনা গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া

আমি বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া

তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া

তোমায় প্রেম সোহাগে রাখবো আমার

বুকে জড়াইয়া

তুমি দিওনা গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া

আমি বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া

ধন্যবাদ

Lebih Daripada Salma

Lihat semualogo

Anda Mungkin Suka