AN আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে
পার হয়ে যায় গরু পার হয় গাড়ি
দুই ধাঁর উঁচু তার ঢালু তার পাড়ি
A আপা তুই রাগ করে থাকিস না আর
অপদার্থ বলে ডাকিস না আর
অনেক বড় আমি হবো একদিন
আমাদের সংসারে আসবে সুদিন
কিনে দেবো তোকে আমি প্রাইভেট কার
পাশে রবে দুলাভাই আমি ড্রাইভার
ও ও ও ও ও ও ও ও
রানীর মতো গাড়ির পিছে থাকবি শুয়ে
আমার দেয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে
রানীর মতো গাড়ির পিছে থাকবি শুয়ে
আমার দেয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে
AN মিন্টু মিয়া গাড়ি কিনে চালাবে নিজে
শুয়ে রবে আপা সেই গাড়ির পিছে
মিন্টুর পাশে বসে রবে দুলাভাই
গাড়ির ভিতরে আর জায়গা তো নাই
গাড়ির পিছে ঢাকনা খুলে ডিক্কির ভিতরে
ভাগ্য দোষে থাকবো বসে কষ্ট করে
ও ও ও ও ও ও ও ও
একটু হেসে বলনা আপা কেমন হবে?
এক গাড়িতে পরিবারের সবাই রবে
একটু হেসে বলনা আপা কেমন হবে?
এক গাড়িতে পরিবারের সবাই রবে
মিউজিকটি কেউ চুরি করবেন না
Music Composer BD
গানের শেষে অবশ্যই লাইক দিবেন,
লাইক না দিতে চাইলে Skip করুন
প্লিজ ! ডিজলাইক দেবেন না।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে
পার হয়ে যায় গরু পার হয় গাড়ি
দুই ধাঁর উঁচু তার ঢালু তার পাড়ি
A আপা আর দুলাভাই তোমরা দু’জন
আমাদের মা আর বাবার মতন
ANতোমাদের মায়া ভরা স্নেহের স্বভাব
বুঝতে দেয়নি মা বাবার অভাব
D তোরা দুটি ভাই যে আমাদের প্রাণ
আমাদের দু’জনের দু’টি সন্তান
ও ও ও ও ও ও ও ও
তোদের নিয়ে আমাদের স্বপ্ন হাজা…র
গড়বি সুখে এই ঘর, এই সংসার
তোদের নিয়ে আমাদের, স্বপ্ন হাজা…র
গড়বি সুখে এই ঘর, এই সংসার
মিউজিকটি কেউ চুরি করবেন না
Music Composer BD
গানের শেষে অবশ্যই লাইক দিবেন,
মিউজিক আপলোড দিলে আমরা গান
গাইতে পারি।তাই সবার উচিৎ,
গান গাওয়া শেষ হলে লাইক দেয়া।
শুধু আমার মিউজিকে না,
সব আপলোডারের মিউজিকে।
F এইতো সেদিন তোরা ছোট্ট ছিলি
দিনে দিনে আজ কতো বড় হলি
বুক ভরে দোয়া করি বড় হবি আরো
এমন সোণার ছেলে থাকবে না কারো
এর পর আমাদের ঘর আলো করে
দেখে শুনে দুটি বউ আনবো ঘরে
ও ও ও ও ও ও ও ও
পিন্টুর জন্যে আনবো এক ডানা কাটা প রী
মিন্টুর জন্যে আনবো ঘরে রাজ কুমারী
পিন্টুর জন্যে আনবো এক ডানা কাটা প রী
মিন্টুর জন্যে আনবো ঘরে রাজ কুমারী