menu-iconlogo
huatong
huatong
samz-vai-ghum-valobashi-short-cover-image

Ghum Valobashi (short)

Samz vaihuatong
pidb1huatong
Lirik
Rakaman

আজ এই নিশিতে মন কাদবে সারা রাত

কেউ তো এসে আর দেখবে না,

ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে

লুকিয়ে থাকা যন্ত্রনা।

আজ এই নিশিতে মন কাদবে সারা রাত

কেউ তো এসে আর দেখবে না,

ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে

লুকিয়ে থাকা যন্ত্রনা।

আহা কি জাদু করলি, ওরে ও পাগলি

তোরে ভুলে থাকা যায় না,

আমি যেদিকেই তাকাই তোরেই দেখতে পাই

চারো দিকে মনে হয় আয়না।

ঘুম ভালোবাসি রে,

আমি ঘুম ভালোবাসি রে,

ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি রে।

আমি চক্ষু মেলিলে, তোরে খুইজা না পাইলে

এই বুকের ভিতর পরান পাখি

কাইন্দা মরে রে।

Lebih Daripada Samz vai

Lihat semualogo

Anda Mungkin Suka