menu-iconlogo
huatong
huatong
samz-vai-tore-vule-jawar-lagi-cover-image

Tore Vule Jawar Lagi

Samz vaihuatong
mokeysbackhuatong
Lirik
Rakaman
তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি

সব ভেঙে যাবে এভাবে, ভাবতে পারিনি

আজ এই অবেলায় তুমিহীনা কাটে না সময়

তুমিময় এই ভুবন

তোমাকে পেতে চায় কাছে এ মন সারাক্ষণ

কেন বোঝো না তুমি কত আপন?

এই অবেলায় কার অপেক্ষায় মন আমার কেঁদে যায়

আমি কি কিছুই জানি না?

আমি জেনেও কী লাভ? সে বুঝে না এ অনুরাগ

তারে ভোলা তো যায় না

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি

সব ভেঙে যাবে এভাবে, ভাবতে পারিনি

তুই ছাড়া কে বন্ধু, হায়, বোঝে আমার মন

তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন?

আজ আমার শূন্যতায় আমায় ডাকে বারে বার

আজ তুমি অন্য কারো, জানি হবে না আমার

অতীতের কথাগুলো মনে পড়ে বারে বার

ভয় নেই আজ তোমাকে হারাবার

আজ আমি বড়ো একা, নেই তোমার কোনো দেখা

তুমি আছো ভালো আমায় করে দিয়ে একা

পথের ধারে খুঁজে দেখো, পাবে তোমার পাশে

ছায়া হয়ে রবো আমি দেখো তোমার কাছে

তোমায় নিয়ে গাইবো গান ভালবাসার সুরে

আমি আশায় আছি একদিন আসবে আবার ফিরে

আমার ছিলো কত স্বপ্ন, তুমি ভেঙে দিয়েছো

বাস্তবতার দোহাই দিয়ে মনে ব্যথা দিয়েছো

তোমার স্মৃতিগুলো কখনও ভুলে যাবার নয়

ওগো, তোমায় ছাড়া আমার যে কাটে না সময়

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি

সব ভেঙে যাবে এভাবে, ভাবতে পারিনি

তুই ছাড়া কে বন্ধু, হায়, বোঝে আমার মন

তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন?

তুই চলেছিস তোর স্রোতের টানে

তাল মিলিয়ে সময়ের নিয়মে

ভুলে গেছিস অতীতের দিনের কথা

এখন কি আর আমায় ভাবিস?

নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিস

সুখের ঘুম ঘুমিয়ে আছিস

কার কোলে রেখে মাথা?

কোনোদিন হবো না তোর পথের কাঁটা

চলে যাবো আমিও দূরে

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি

সব ভেঙে যাবে এভাবে, ভাবতে পারিনি

তুই ছাড়া কে বন্ধু, হায়, বোঝে আমার মন

তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন?

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি

সব ভেঙে যাবে এভাবে, ভাবতে পারিনি

তুই ছাড়া কে বন্ধু, হায়, বোঝে আমার মন

তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন?

Lebih Daripada Samz vai

Lihat semualogo

Anda Mungkin Suka