(F) ওওওও আ আ আ আ
এ পাহাড় জানে
এই ঝরনা জানে
এ বাতাস জানে
এই আকাশ জানে
কেন কাছে ছুটে আসি
তোমায় বড় ভালোবাসি
তোমায় বড় ভালোবাসি
✧༺♥༻✧
(M) এ পাহাড় জানে
এই ঝরনা জানে
এই বাতাস জানে
এই আকাশ জানে
কেন কাছে ছুটে আসি
তোমায় বড় ভালোবাসি
তোমায় বড় ভালোবাসি
?This song ?
?Upload by?
?Sangita pandit?
.......From....
?Medinipur?
(F) যত দূরে যায় আমি
তোমারি তো থাকবো
তোমাকে প্রেমের সুরে
নাম ধরে ডাকবো
✧༺♥༻✧
হো যত দূরে যাই আমি
তোমারি তো থাকবো
তোমাকে প্রেমের সুরে
নাম ধরে ডাকবো
(F) এ মনের যত কথা
চোখে হারানোর ব্যথা
বলবো সবই ওগো কানে কানে
(M) এ পাহাড় জানে
এই ঝরনা জানে
এই বাতাস জানে
এ আকাশ জানে
?This song ?
?Upload by?
?Sangita pandit?
.......From....
?Medinipur?
(M) হোহোহোহোহো হো হোহো
সোনা ঝরা এই দিন
স্মৃতি জুড়ে থাকবে
হৃদয়ের নীল আকাশে
রামধনু ভাসবে
✧༺♥༻✧
(F) ও সোনা ঝরা এই দিন
স্মৃতি জুড়ে থাকবে
হৃদয়ের নীল আকাশে
রামধনু ভাসবে
(M) জীবনের আলো ছায়া
কিছু কথা কিছু মায়া
মিলেমিশে একাকার
হোকনা মনে
(F) হো হো হো হো হো হো হো
আ আ আ আ আ আ
(F) এ পাহাড় জানে
(M) এই ঝরনা জানে
(F) এ বাতাস জানে
(M) এ আকাশ জানে
(F) কেন কাছে ছুটে আসি
(M) তোমায় বড় ভালোবাসি
(F) তোমায় বড় ভালোবাসি
(M/F) তোমায় বড় ভালোবাসি
তোমায় বড় ভালোবাসি
✤সমাপ্ত ◌◌ধন্যবাদ✤