menu-iconlogo
huatong
huatong
avatar

Rimjhim e Dharate (Sad Verson)

Sanjoy Kumar Dashuatong
🦋KumarSanjoy-🌻🇫​🎶🇸​huatong
Lirik
Rakaman
Sad Version:

হো

বুকে ব্যথা লুকিয়ে মুখে আঁকা হাসিতে

যে শুধু সুখী হ​য় এ মনের খুশীতে।

তাকে বলতে ইচ্ছে করে

মনটা তারই সুরে

অনুরাগিনী।

তবু বলতে গিয়ে হায়

মনে প​ড়ে যায়

অন্য কাহিনী।

ঘুম ঘুম এ আঁধারে চায় প্রেম যে তারে।

ঘুম ঘুম এ আঁধারে চায় প্রেম যে তারে।

যার প্রেমে ছিল মন​

শ্রাবণে ও ফাগুনে।

বুঝিনি তা পুড়ে যাবে

বৃষ্টির আগুনে।

সব আশা মুছে যাবে

বৃষ্টি ব্যথা হবে

আগে ভাবিনি।

তবু ভাঙা বুকে জাগে

কান্না অনুভবে

প্রেমের কাহিনী।

রিমঝিম ধারাতে চায় প্রেম হারাতে।

রিমঝিম ধারাতে চায় প্রেম হারাতে।

Song: Premer Kahini

Artist: Shaan and Shreya Ghoshal

Movie: Premer Kahini (2008)

Director: Rabi Kinagi

Star Casting: Dev, Koel, Jisshu Sengupta, Ranjit Mullick

Music: Jeet Gannguli

Lyricist: Priyo Chattopadhyay

Lebih Daripada Sanjoy Kumar Das

Lihat semualogo

Anda Mungkin Suka