menu-iconlogo
huatong
huatong
sathi-iccha-gulo-by-sathi-cover-image

Iccha gulo by sathi

Sathihuatong
❥𝕯𝖗𝖆𝖒𝖆𝄟𝑸𝒖𝒆𝒆𝒏ꨄ︎❥✭🫴🏻👑huatong
Lirik
Rakaman
,তোমার ইচ্ছে গুলো,ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলেই

আমায় দিতে পারো।

আমার ভাললাগা,ভালবাসা,

তোমায় দেবো আরো।

M,তোমার ইচ্ছে গুলো,ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলেই

আমায় দিতে পারো।

আমার ভাললাগা,ভালবাসা,

তোমায় দেবো আরো।

F,তুমি হাতটা শুধু ধরো,

আমি হবো না আর কারো।

তুমি হাতটা শুধু ধরো

আমি হবো না আর কারো

তোমার স্বপ্নগুলো আমার চোখে

হচ্ছে জড়সড়।

M,তোমার ইচ্ছে গুলো,ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো।

আমার ভাললাগা,ভালবাসা,

তোমায় দিবো আরো।

*************************

Empty _Antor

*************************

..............

M,তোমার আবেগ মাখা খামখেয়ালী

হাঁটছে আমার পিছু,

আমার আসা যাওয়ার পথের বাঁকে

পাইনি অন্য কিছু।

F,,তোমার আবেগ মাখা খামখেয়ালী

হাঁটছে আমার পিছু,

আমার আসা যাওয়ার পথের বাঁকে

পাইনি অন্য কিছু।

M,,তুমি হাত টা শুধু ধরো,

আমি হবো না আর কারো।

তুমি হাতটা শুধু ধরো

আমি হবো না আর কারো।

আমার স্বপ্নগুলো তোমার চোখে

হচ্ছে জড়সড়।

F,,তোমার ইচ্ছে গুলো,ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলেই

আমায় দিতে পারো।

আমার ভাললাগা,ভালবাসা,

তোমায় দেবো আরো।

**********************

Empty_Antor

************************

............

F,আমার হ্নদয় যেন বানভাসী হয়

তোমার স্রোতের টানে,

আমি তোমার কাছে যাবোই যাবো

একলা থাকার দিনে।

M,আমার হ্নদয় যেন বানভাসী হয়

তোমার স্রোতের টানে,

আমি তোমার কাছে যাবোই যাবো

একলা থাকার দিনে।

F,তুমি হাত টা শুধু ধরো

আমি হবো না আর কারো,

তুমি হাত টা শুধু ধরো,

আমি হবো না আর কারো।

তোমার স্বপ্নগুলো আমার চোখে

হচ্ছে জড়সড়।

M,তোমার ইচ্ছে গুলো,ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলেই

আমায় দিতে পারো।

আমার ভাললাগা,ভালবাসা,

তোমায় দেবো আরো।

***********************

THANKS

Share

Lebih Daripada Sathi

Lihat semualogo

Anda Mungkin Suka