menu-iconlogo
huatong
huatong
avatar

Jar Chobi Ei Mon Eke Jay-Cover

Sayanhuatong
pattiemedeiroshuatong
Lirik
Rakaman
কাজল কালো দুটি চোখে

সে যখনই আমায় দেখে

পড়ে না চোখেতে পলক

আর আসে না কথা মুখে

ও, কাজল কালো দুটি চোখে

সে যখনই আমায় দেখে

পড়ে না চোখেতে পলক

আর আসে না কথা মুখে

তার চলে যাওয়া, ফিরে একটু চাওয়া

এই বুকেতে ঝড় তুলে যায়

যার ছবি এই মন এঁকে যায়

যার কথা ভেবে দিন কেটে যায়

সে কি জানে শুধু তাকে

ভালোবাসে আমার হৃদয়

যার ছবি এই মন এঁকে যায়

বলবো কবে তাকে ডেকে

আমি তোমাকে ভালোবাসি

করেছে পাগল আমাকে

ওগো তোমার ওই মিষ্টি হাসি

ও, বলবো কবে তাকে ডেকে

আমি তোমাকে ভালোবাসি

করেছে পাগল আমাকে

ওগো তোমার ওই মিষ্টি হাসি

কবে জানবে তুমি, কবে বলবো আমি

কেউ আছে গো তোমার আশায়

Lebih Daripada Sayan

Lihat semualogo

Anda Mungkin Suka