menu-iconlogo
huatong
huatong
avatar

ei matite jonmo ore matite moron

SB TUNEShuatong
biswastophuatong
Lirik
Rakaman
1ST TIME ON STERMAKER THIS TRACK

uPLOAD BY SUNIL BISWAS

FLOW ME @SB TUNES

এই মাটিতেই জন্ম ওরে মাটিতেই মরন,

ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ,

music uPLOAD BY SUNIL BISWAS

এই মাটিতে জন্ম ওরে মাটিতেই মরন,

ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ,

জাদু ভেদাভেদ ভোল, বন্ধু বুকে তোল, বন্ধু মানেই আপন জন, বন্ধুই আসল,,,

হো,ওওওও , হুঁ,,,ওওওও

এই মাটিতেই জন্ম ওরে মাটিতেই মরন,

ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ ।।

🎸🎸uPLOAD BY SUNIL BISWAS🎸🎸

ছোট বড় লোক বলে গায়ে লেখা থাকে না,

কর্ম ছাড়া মানুষেরে কেউতো মনে রাখে না

Music....

জাতের বড়াই করে লোকে, কিসের জোরে বুঝিনা,

ছোটো লোকের ঘরে কি আর পূজার আসন থাকে না,

যাত ভেদাভেদ ভোল বন্ধু বুকে তোল,

বন্ধু মানেই আপন জন বন্ধুই আসল

হোওওওওও হুঁ ,,,,,ওওও

এই মাটিতেই জন্ম ওরে মাটিতেই মরন,

ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ,,,

🎸🎸uPLOAD BY SUNIL BISWAS🎸🎸

কেইবা মনিব, কেইবা চাকর ,কেইবা মনে রাখে,

মনের টানে প্রাণটা কাঁদে,

বন্ধু বুকে থাকে,

music uPLOAD BY SUNIL BISWAS

মা-বাবা ভাই-বোন সেতো, সবার ঘরেই থাকেরে,

মনের মত সাথী কেবল, ভাগ্যগুণে মেলেরে,

জাত ভেদাভেদ ভোল,

বন্ধু বুকে তোল, বন্ধু মানেই আপন জন, বন্ধুই আসল,

হো ওওওও হুঁ,,,,,ওওও

এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরন,

ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ।

এই মাটিতেই জন্ম ওরে মাটিতেই মরন,

ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ।

জাত ভেদাভেদ ভোল, বন্ধু বুকে তোল, বন্ধু মানেই আপন জন, বন্ধুই আসল,,,,

হো,, ওওওও, হুঁ,, হুঁ,,হোওওওও।

এই মাটিতেই জন্ম ওরে মাটিতেই মরন,

ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ,,,,,।।

🎸🎸uPLOAD BY SUNIL BISWAS🎸🎸

Lebih Daripada SB TUNES

Lihat semualogo

Anda Mungkin Suka