menu-iconlogo
huatong
huatong
shah-abdul-karim--cover-image

তুমি বিনে আকুল পরাণ

Shah Abdul Karimhuatong
steve.godson45huatong
Lirik
Rakaman

তুমি বিনে আকুল পরাণ

থাকতে চায় না ঘরে রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

আমি এই মিনতি করি রে

এই মিনতি করি রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

তুমি বিনে আকুল পরাণ

থাকতে চায় না ঘরে রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

আমি এই মিনতি করি রে

এই মিনতি করি রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

সাগরে ভাসাইয়া কুল মান

তোমারে সঁপিয়া দিলাম আমার

দেহ মনও প্রাণ

সাগরে ভাসাইয়া কুল মান

তোমারে সঁপিয়া দিলাম আমার

দেহ মনও প্রাণ

সর্বস্ব ধন করিলাম দান

সর্বস্ব ধন করিলাম দান

তোমার চরণের তরে

সোনা বন্ধু ভুইলো না আমারে

আমি এই মিনতি করি রে

এই মিনতি করি রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

আমারে ছাড়িয়া যদি যাও

প্রতিজ্ঞা করিয়া বলো

আমার মাথা খাও

আমারে ছাড়িয়া যদি যাও

প্রতিজ্ঞা করিয়া বলো

আমার মাথা খাও

তুমি যদি আমায় কান্দাও

তুমি যদি আমায় কান্দাও

তোমার কান্দন পরে রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

আমি এই মিনতি করি রে

এই মিনতি করি রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

কুল মান গেলে ক্ষতি নাই আমার

তুমি বিনে প্রাণ বাঁচেনা

কি করিব আর?

কুল মান গেলে ক্ষতি নাই আমার

তুমি বিনে প্রাণ বাঁচেনা

কি করিব আর?

তোমারো প্রেম সাগরে

প্রেম সাগরে তোমার তরী যেন ডুবে মরে রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

আমি এই মিনতি করি রে

এই মিনতি করি রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

তুমি বিনে আকুল পরাণ

তুমি বিনে আকুল পরাণ

থাকতে চায় না ঘরে রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

আমি এই মিনতি করি রে

এই মিনতি করি রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

সোনা বন্ধু ভুইলো না আমারে

সোনা বন্ধু ভুইলো না আমারে

ধন্যবাদ সবাইকে

Lebih Daripada Shah Abdul Karim

Lihat semualogo

Anda Mungkin Suka