menu-iconlogo
huatong
huatong
shahnaz-rahmatullah-ekbar-jete-de-na-amar-chotto-cover-image

Ekbar Jete De Na Amar Chotto

Shahnaz Rahmatullahhuatong
rommels_emailhuatong
Lirik
Rakaman
একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়

একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়

যেথায় কোকিল ডাকে কুহু

দোয়েল ডাকে মুহু মুহু

নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।

একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়

পিদিম জ্বালা সাঁজের বেলা

শান বাঁধানো ঘাটে

গল্পকথার পানসি ভিড়ে

রূপ কাহিনীর বাটে।

পিদিম জ্বালা সাঁজের বেলা

শান বাঁধানো ঘাটে

গল্পকথার পানসি ভিড়ে

রূপ কাহিনীর বাটে।

মধুর মধুর মায়ের কথায়

প্রাণ জুড়িয়ে যায়।।

মধুর মধুর মায়ের কথায়

প্রাণ জুড়িয়ে যায়।।

যেথায় কোকিল ডাকে কুহু

দোয়েল ডাকে মুহু মুহু

নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।

একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়

ফসল ভরা স্বপ্নঘেরা

পথ হারানো ক্ষেতে

মৌ মৌ মৌ গন্ধে যেথায়

বাতাস থাকে মেতে।

মমতারই শিশিরগুলো

জড়িয়ে থাকে পায়।।

মমতারই শিশিরগুলো

জড়িয়ে থাকে পায়।।

যেথায় কোকিল ডাকে কুহু

দোয়েল ডাকে মুহু মুহু

নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।

একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়

একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়

Lebih Daripada Shahnaz Rahmatullah

Lihat semualogo

Anda Mungkin Suka