বাসবো ভালো রাখবো ভোরে
বাসবো ভালো রাখবো ভোরে
বাসবো ভালো রাখবো ভোরে
এই জীবন হাসি গানে
তাই মনে হয় আজকে বুঝি
নেমে এলো স্বর্গ এখানে
বাসবো ভালো রাখবো ভোরে
এই জীবন হাসি গানে
তাই মনে হয় আজকে বুঝি
নেমে এলো স্বর্গ এখানে
আমরা সবাই একটি বীণারই তার
একই সাথে বেজে উঠি
হয়ে মধুর ঝংকার
আমরা সবাই একটি বীণারই তার
একই সাথে বেজে উঠি
হয়ে মধুর ঝংকার
এই ঝংকার উঠবে বেজে
বাজবে আমাদের প্রাণে
বাসবো ভালো রাখবো ভোরে
আসুক না ঝড় আসুক তুফান ভারী
হাসি মুখে সবাই মিলে
দিয়ে যাবো পারি
আসুক না ঝড় আসুক তুফান ভারী
হাসি মুখে সবাই মিলে
দিয়ে যাবো পারি
আমরা নদী তাইতো ছুটে
চলেছি সাগরেরও পানে
বাসবো ভালো রাখবো ভোরে
যদি হারাই কোনোদিন কালের স্রোতে
আমাদের গান পারবে দেখো
আমাদের মিলিয়ে দিতে
যদি হারাই কোনোদিন কালের স্রোতে
আমাদের গান পারবে দেখো
আমাদের মিলিয়ে দিতে
যদি চলে যাই আসবো ফিরে
একদিন প্রানেরই টানে
বাসবো ভালো রাখবো ভোরে
এই জীবন হাসি গানে
তাই মনে হয় আজকে বুঝি
নেমে এলো স্বর্গ এখানে