সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া
মায়রে তোমরা কই যাইতেছো লইয়ারে গ্রামবাসী
একটু দারাও মায়রে দেখি
নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী
একটু দারাও মায়রে দেখি
সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া
সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া
মায়রে তোমরা কই যাইতেছো লইয়ারে গ্রামবাসী
একটু দারাও মায়রে দেখি
নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী
একটু দারাও মায়রে দেখি
ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই
কখন আসবে বাছা ফিরিয়া
ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই
কখন আসবে বাছা ফিরিয়া
কে ডাকবে আর জাদু বলে
মায় যদি মোর যায়রে চলে
কে ডাকবে আর জাদু বলে
মায় যদি মোর যায়রে চলে
না খাইলে কে বলবে খাইছতনী রে গ্রামবাসী
একটু দারাও মায়রে দেখি
নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী
একটু দারাও মায়রে দেখি