menu-iconlogo
huatong
huatong
avatar

Bhalobashley Keno Khidey Pai Naa

Sharmin-Sultana-Shumi/Chirkutt/Shawnelhuatong
Shâwnel🔖huatong
Lirik
Rakaman
“ভালোবাসলে কেন খিদে পায় না”

শারমিন সুলতানা শুমি

ব্যান্ডঃ চিরকুট

শওনেল

আইডি-৬২১৫৫৫৭৩৯৭০

বকছে মা

কানে যাচ্ছে না

বন্ধুরা খুঁজে খুঁজে পাচ্ছে না

বকছে মা

কানে যাচ্ছে না

বন্ধুরা খুঁজে খুঁজে পাচ্ছে না

কোথায় আছি নিজেই জানিনা

কিছু খাইনি তবু কেন খিদে লাগছে না

ভালোবাসলে কেন খিদে পায় না

হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না

ভালোবাসলে কেন খিদে পায় না

হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না

শওনেল

আইডি-৬২১৫৫৫৭৩৯৭০

কি এক প্রলোভন তুমি

সব নষ্টের মূল তুমি

শুনি না যে গান

লাগে ফুসফুসে টান

হায় চৌচির চুরমার

ভাংচুর, ছাড়খার আমি

কি এক প্রলোভন তুমি

সব নষ্টের মূল তুমি

শুনি না যে গান

হায় ফুসফুসে টান

হায় চৌচির চুরমার

ভাংচুর, ছাড়খার আমি

ভালোবাসলে কেন খিদে পায় না

হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না

ভালোবাসলে কেন খিদে পায় না

হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না

শওনেল

আইডি-৬২১৫৫৫৭৩৯৭০

এলার্ম দেয়া হয় না যে

তবু বার বার বাজো

বুকেরই মাঝে

ছোঁয়াচে তোমার হাত

ক্লান্ত প্রাণে

দায় বল নেবে কে

জবাব চাই সামনে দাঁড়াও তুমি

এলার্ম দেয়া হয় না যে

তবু বার বার বাজো

বুকেরই মাঝে

ছোঁয়াচে তোমার হাত

ক্লান্ত প্রাণে

দায় বল নেবে কে

জবাব চাই সামনে দাঁড়াও তুমি

ভালোবাসলে কেন খিদে পায় না

হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না

ভালোবাসলে কেন খিদে পায় না

হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না

ভালোবাসলে কেন ঘুম পায় না

ভালোবাসলে কেন ভালো লাগে না

ভালোবাসলে কেন মাথা ঠিক থাকে না

হতচ্ছাড়া মনটাকে……………………

Lebih Daripada Sharmin-Sultana-Shumi/Chirkutt/Shawnel

Lihat semualogo

Anda Mungkin Suka