menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Amar Rongila Ghuri

Shawon Gaanwalahuatong
ownbyahcahuatong
Lirik
Rakaman
তুমি আমার মন-আকাশে রঙ্গিলা ঘুড়ি

হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়াও আমার স্বপ্নপুরী গো

আমার স্বপ্নপুরী

তুমি আমার মন-আকাশে রঙ্গিলা ঘুড়ি

হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়াও আমার স্বপ্নপুরী গো

আমার স্বপ্নপুরী

কবে পাবো তোমায় আমি ধূলির এ ধরায়?

চাতক পাখির মতো থাকি তোমার প্রতীক্ষায়

মেঘের দেশে থেকে কত খেলবে লুকোচুরি?

হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়াও আমার স্বপ্নপুরী গো

আমার স্বপ্নপুরী

হাওয়ার বেগে নাটাইর সুতা যদি ছিঁড়ে যায়

অচিন দেশে দিবে পাড়ি ছেড়ে যে আমায়

হাওয়ার বেগে নাটাইর সুতা যদি ছিঁড়ে যায়

অচিন দেশে দিবে পাড়ি ছেড়ে যে আমায়

তখন একলা কেমনে রবো তোমারে ছাড়ি?

হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়াও আমার স্বপ্নপুরী গো

আমার স্বপ্নপুরী

আকাশ ছুঁতে পায় না যেমন ধূলির ধরণি

তুমি যে অস্পৃশ্য আমার বিধির লিখনী

আকাশ ছুঁতে পায় না যেমন ধূলির ধরণি

তুমি যে অস্পৃশ্য আমার বিধির লিখনী

তবু খুঁজবো দূর আকাশে রংধনুতে চড়ি

হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়াও আমার স্বপ্নপুরী গো

আমার স্বপ্নপুরী

Lebih Daripada Shawon Gaanwala

Lihat semualogo

Anda Mungkin Suka