menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi theke jao fix metrolife

Shawonhuatong
ShawonH_star72418418huatong
Lirik
Rakaman
তুমি গেয়ে যাও

মায়ার বাঁধন-শেকল ভাঙার গান,

তবু রেখে যাও

বাতাসে তোমার বিষাদমাখা ঘ্রাণ।

তুমি নিয়ে যাও

দু’হাত ভর্তি সোডিয়ামের আলো,

তুমি থেকে যাও

বেসে যাও শুধু এই আমাকেই ভালো।

তুমি নিয়ে যাও

দু’হাত ভর্তি সোডিয়ামের আলো,

তুমি থেকে যাও

বেসে যাও শুধু এই আমাকেই ভালো।

Lebih Daripada Shawon

Lihat semualogo

Anda Mungkin Suka