menu-iconlogo
huatong
huatong
avatar

Tomay Chowar Icche

Shiekh Sadihuatong
colesam1huatong
Lirik
Rakaman
তোমায় ছোঁয়ার ইচ্ছে

আমায় ভীষণ পীড়া দিচ্ছে,

বলো কবে ছুঁতে দিবে?

তুমি আবার আমার হবে,

বলো কোন তারিখে কবে?

আমার একলা একা থাকা

একা স্মৃতি ধরে রাখা,

আর পারছিনা এভাবে

তুমি আবার আমার হবে,

বলো কোন তারিখে কবে?

গল্প লিখি যত্ন করে

তোমায় শোনাবো তাই,

আসবে ফিরে পূর্ণ করে

দিবে আমায় পুরোটাই।

আমার চোখের কোণে ক্ষত

তোমায় আবছা দেখি কত,

জল মুছে দিবে কবে

তুমি আবার আমার হবে,

বলো কোন তারিখে কবে?

আমার একলা একা থাকা

একা স্মৃতি ধরে রাখা,

আর পারছিনা এভাবে

তুমি আবার আমার হবে,

বলো কোন তারিখে কবে?

স্মৃতির আগুন পুড়ছে পুড়ুক

আমার ভেতর বাহির,

প্রহর গুনে মনটা আজও

হয়ে থাকে অধীর।

তোমায় ছোঁয়ার ইচ্ছে

আমায় ভীষণ পীড়া দিচ্ছে,

বলো কবে ছুঁতে দিবে?

তুমি আবার আমার হবে,

বলো কোন তারিখে কবে?

আমার একলা একা থাকা

একা স্মৃতি ধরে রাখা,

আর পারছিনা এভাবে

তুমি আবার আমার হবে,

বলো কোন তারিখে কবে?

Lebih Daripada Shiekh Sadi

Lihat semualogo

Anda Mungkin Suka