menu-iconlogo
huatong
huatong
avatar

Gram Chara Oi Rangamatir Poth

Shironamhinhuatong
★彡Kᴀᴍʀᴜʟ彡★🌷গানভুবনhuatong
Lirik
Rakaman
গ্রামছাড়া ঐ রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ঐ রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

ওরে কার পানে মন হাত বাড়িয়ে

লুটিয়ে যায় ধুলায় রে

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ঐ রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

বাংলা গানের ভুবন ফ্যামিলি।

ও যে আমায় ঘরের বাহির করে

পায়ে পায়ে পায়ে ধরে

মরি হায় হায় রে

ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে

যায় রে কোন চুলায় রে

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ঐ রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

ও কোন বাঁকে কি ধন দেখাবে

কোনখানে কি দায় ঠেকাবে

কোন বাঁকে কি ধন দেখাবে

কোনখানে কি দায় ঠেকাবে

কোথায় গিয়ে শেষ মেলে যে

ভেবেই না কুলায় রে

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ঐ রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

আমার মন ভুলায় রে

আমার মন ভুলায় রে

Lebih Daripada Shironamhin

Lihat semualogo

Anda Mungkin Suka

Gram Chara Oi Rangamatir Poth oleh Shironamhin - Lirik dan Liputan